মোবাইলে কড়া নাড়ছে মোমো। ধরুন, মজা করতেই মোমোর পাঠানো অ্যাপস ডাউনলোড করে ফেললেন আপনি। না, প্রাণঘাতী গেমে খেলার চ্যালেঞ্জ হয়তো আসবে না। তবে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হতে পারে আরও অনেক কিছুই। সোজা কথায় মোমোর হাতে পুতুল হয়ে উঠতেই পারেন। আর তা করতে পারেন আপনারই আশপাশে থাকা কেউ। কীভাবে সম্ভব, হাতে কলমে করে দেখালেন শহরেরই দুই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ।
advertisement
ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে আবীর ঘোষাল, নিউজ 18
Location :
First Published :
August 31, 2018 12:25 PM IST