আরও পড়ুন: জ্বালানির মূল্যদ্ধির প্রতিবাদে শুক্রবার কলকাতায় তৃণমূলের মিছিল
বুধবার হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরায় ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ৷ গতকাল রাত ১০:৪৫ নাগাদ খালতিপুর স্টেশনে পৌঁছয় স্টেশন ৷ সেই সময় কামরা হামলায় চালায় দুষ্কৃতী ৷ সিটে বসে থাকা ছাত্রীর হাত থেকে মোবাইল ও ব্যাগ ছিনতাই করে সেখান থেকে চম্পট দেয় ৷
advertisement
আরও পড়ুন: হাসনাবাদ থেকে গ্রেফতার মরা মুরগির কারবারে মূল অভিযুক্ত কওসর
ছাত্রী তার পিছনে দাওয়া করলেও ধরতে পারেনি ৷ এরপর চেন টেনে ট্রেন দাঁড় করায় সহ-যাত্রীরা ৷ এরপর ট্রেন মালদহ স্টেশনে পৌঁছলে সেখানে GRP থানায় অভিযোগ দায়ের করা হয় ৷
Location :
First Published :
May 24, 2018 11:35 AM IST