গপ্পোটা হল, ইন্টারনেটে প্রকাশ পেয়েছে ‘মেরি পেয়ারি বিন্দু’-র টিজার ৷ আর এই টিজারেই পরিণীতি ও আয়ুষ্মানের প্রেম দেখা গেল চরমে ৷ সঙ্গে তো অবশ্যই রয়েছে পরিণীতির গাওয়া গান
মেরি পেয়ারি বিন্দু গল্পের কেন্দ্র একটি লেখক ও তাঁর অনুপ্রেরণা ৷ ছবির প্রেক্ষাপট কলকাতা ৷ ছবিতে লেখকের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে ৷ ছবি মুক্তি পাবে ১২ মে৷ ছবির ট্রেলার মুক্তি পাবে ৩ এপ্রিল ৷
advertisement
Location :
First Published :
March 31, 2017 2:27 PM IST