TRENDING:

কেন আগুন লাগছে ? ২০ সেপ্টেম্বর নবান্নে বাগরি-বৈঠক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এখনও জ্বলছে বাগরি মার্কেট ৷ শনিবার ভোররাতে আগুন লাগে মার্কেটে ৷ তিন দিন প্রায় অতিক্রান্ত ৷ এখনও জ্বলছে বাগরি মার্কেট ৷ কেন আগুন লাগে ? কেন আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা ছিল না ? গাফিলতি কার ? সেই নিয়ে বিতর্ক অব্যাহত ৷ বাগরি অগ্নিকাণ্ড নিয়ে নবান্নে বিশেষ বৈঠক হতে চলেছে ৷ আগামী ২০ সেপ্টেম্বর নবান্নে বাগরি নিয়ে বৈঠক করবে মন্ত্রীগোষ্ঠী ৷
advertisement

গতকালই বৈঠক হওয়ার কথা ছিল ৷ কিন্তু কিছু কারণবশত পিছিয়ে যায় সেই বৈঠক ৷ আগামীকাল নবান্নে বসতে চলেছে সেই বৈঠক ৷ তবে, এই বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লগ্নির খোঁজে ১৩ দিনের জন্য ইউরোপ সফরে গিয়েছেন মমতা ৷ যার জন্যই তিনি এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না ৷

advertisement

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও জ্বলছে বাগরি মার্কেট ৷ বি, সি, ডি ব্লকে এখনও আগুনের ফুলকি দেখা যাচ্ছে ৷ ৩টি ব্লক দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে ৷ পরিস্থিতি আয়ত্তে আনার কাজ করছে দমকল ৷ ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ ৷ ভিতরের বেশ কিছু অংশে খসছে চাঙর ৷ বিল্ডিংয়ের একাধিক অংশে ফাটল ৷ ঝুঁকি নিয়েই কাজ করছেন দমকলকর্মীরা ৷ বিল্ডিংটি ভেঙে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের ৷ ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩০টি ইঞ্জিন ৷

advertisement

আরও পড়ুন:  ফিরিয়ে নেওয়া হয়নি অভিযোগ, ধর্ষকদের হাতে খুন ধর্ষিতার বাবা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ মমতা ৷ ব্যবসার নামে যেভাবে সেই অংশটিকে জতুগৃহ বানিয়ে তোলা হয়েছে ৷ তা জানার পরেই জার্মানিতে বসেই ক্ষোভ উগরে দেন তিনি ৷ মমতার নির্দেশেই বাগরি মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ ৷ বাজারের মালিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করার পাশাপাশি গ্রেফতারির নির্দেশও দেওয়া হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমে উঠে আসে রাধা বাগরির নাম ৷ বাগরি মার্কেটের অন্যতম মালিক রাধা বাগরি ৷ কিন্তু তার বাড়ি আপাতত তালাবন্ধ ৷ রবিবার সকালেই বাড়ি থেকে বেরিয়ে যান রাধা বাগরি ৷ রাধার সঙ্গেই বাড়ি ছাড়েন তাঁর ছেলে ও পুত্রবধূ ৷ রাধা বাগরির খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কেন আগুন লাগছে ? ২০ সেপ্টেম্বর নবান্নে বাগরি-বৈঠক