গতকালই বৈঠক হওয়ার কথা ছিল ৷ কিন্তু কিছু কারণবশত পিছিয়ে যায় সেই বৈঠক ৷ আগামীকাল নবান্নে বসতে চলেছে সেই বৈঠক ৷ তবে, এই বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লগ্নির খোঁজে ১৩ দিনের জন্য ইউরোপ সফরে গিয়েছেন মমতা ৷ যার জন্যই তিনি এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না ৷
advertisement
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও জ্বলছে বাগরি মার্কেট ৷ বি, সি, ডি ব্লকে এখনও আগুনের ফুলকি দেখা যাচ্ছে ৷ ৩টি ব্লক দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে ৷ পরিস্থিতি আয়ত্তে আনার কাজ করছে দমকল ৷ ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ ৷ ভিতরের বেশ কিছু অংশে খসছে চাঙর ৷ বিল্ডিংয়ের একাধিক অংশে ফাটল ৷ ঝুঁকি নিয়েই কাজ করছেন দমকলকর্মীরা ৷ বিল্ডিংটি ভেঙে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের ৷ ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩০টি ইঞ্জিন ৷
আরও পড়ুন: ফিরিয়ে নেওয়া হয়নি অভিযোগ, ধর্ষকদের হাতে খুন ধর্ষিতার বাবা
বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ মমতা ৷ ব্যবসার নামে যেভাবে সেই অংশটিকে জতুগৃহ বানিয়ে তোলা হয়েছে ৷ তা জানার পরেই জার্মানিতে বসেই ক্ষোভ উগরে দেন তিনি ৷ মমতার নির্দেশেই বাগরি মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ ৷ বাজারের মালিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করার পাশাপাশি গ্রেফতারির নির্দেশও দেওয়া হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমে উঠে আসে রাধা বাগরির নাম ৷ বাগরি মার্কেটের অন্যতম মালিক রাধা বাগরি ৷ কিন্তু তার বাড়ি আপাতত তালাবন্ধ ৷ রবিবার সকালেই বাড়ি থেকে বেরিয়ে যান রাধা বাগরি ৷ রাধার সঙ্গেই বাড়ি ছাড়েন তাঁর ছেলে ও পুত্রবধূ ৷ রাধা বাগরির খোঁজ চালাচ্ছে পুলিশ ৷