ফিরিয়ে নেওয়া হয়নি অভিযোগ, ধর্ষকদের হাতে খুন ধর্ষিতার বাবা

Last Updated:
#নাসিক: ধর্ষণ মামলা দায়ের করেছিল মেয়ে ৷ তার জেরে পিটিয়ে খুন করা হল ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে ৷ যিনি সম্পর্কে ধর্ষিতা মেয়েটির বাবা ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে ৷
ধর্ষণের দায়ে অভিযুক্ত সায়াদ সৈয়দ-সহ চার ব্যক্তি খুনের ঘটনায় অভিযুক্ত বলে পুলিশ সূত্রে খবর ৷
ঘটনার সূত্রপাত ২০১৫ সালে ৷ সৈয়দের বিরুদ্ধে পাওয়ার্দি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই যুবতী ৷ আপাতত সেই ধর্ষণের মামলা স্থানীয় একটি আদালতে বিচারাধীন অবস্থায় ছিল ৷ সেই মামলা তুলে নেওয়ার জন্য একাধিকবার ওই যুবতীকে এবং যুবতীর পরিবারকে হুমকি দেওয়া হয় ৷ কিন্তু সেই হুমকির তোয়াক্কা করেননি ওই যুবতী এবং তার পরিবার ৷ যার পরিণতিই হয় এমন চরম ৷ অভিযুক্ত-সহ দুষ্কৃতীদের হাতে খুন হতে হল যুবতীর বাবা ফজল মহম্মদ নওয়াব আলিকে ৷
advertisement
advertisement
গত শনিবার রাতে ঘটনাটি ঘটে ৷ কাজ সেরে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ফজল ৷ সেই সময়ই তার পথ আটকে দাঁড়ায় সৈয়দ-সহ চার দুষ্কৃতী ৷ এরপর নির্মমভাবে তাকে লোহার রড এবং লাঠি দিয়ে রাস্তায় ফেলে পেটাতে শুরু করে দুষ্কৃতীরা ৷ ফজলকে রাস্তাতেই ফেলে চম্পট দেয় তারা ৷ এরপর স্থানীয় বাসিন্দারাই তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন ৷ সোমবার রাতে মৃত্যু হয় তার ৷
advertisement
ইতিমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ তিনজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷ কিন্তু একজন অভিযুক্ত এখনও পলাতক ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ফিরিয়ে নেওয়া হয়নি অভিযোগ, ধর্ষকদের হাতে খুন ধর্ষিতার বাবা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement