প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন ৷ কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দ্রুত তা চারপাশে ছড়িয়ে পড়ে ৷ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে ৷ শনিবার সকাল ৮টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে বলে দমকল সূত্রে খবর ৷ এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি ৷
advertisement
গত কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় নাজেহাল দমকল বাহিনী ৷ ঘটনাস্থলে এসে পৌঁছায় ১৮টি ইঞ্জিন, ১১টি ট্যাঙ্কার এবং ১৫০ জন দমকলকর্মী ৷ আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় এলকায় থেকে দ্রুত বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই আগুন লাগে বিল্ডিংয়ের ভিতর ৷ ফলে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা জানা যায়নি এখনও ৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকলের।