জেরার মুখে শাকিরা নামে ওই মহিলা পুলিশকে জানায়, ৩২ বছরের শেখ সাব্বিরের সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক৷ দুজনের আলাদা বিয়ে হলেও বিবাহবহির্ভূত সম্পর্কটা ছিল তাদের৷ সাব্বিরের স্থানীয় চৌটাপল্লি গ্রামে পলট্রি ফার্ম রয়েছে৷ সেখানেই নিয়মিত তারা দেখা করত৷ দু'জনেই গত ৮ মাস ধরে প্রবল আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল৷ সম্প্রতি টাকা-পয়সা নিয়ে প্রবল অশান্তি হয় তাদের৷
advertisement
শনিবার রাতে ওই পলট্রি ফার্মে দেখা করে দুজনে৷ প্রায়ই তারা যৌন মিলন করতে সেখানে৷ সে দিন শাকিরা প্রস্তাব দেয়, বন্ডেজ সেক্সের৷ মনে মনে ঠিক করে, হাত-পা বেঁধেই খুন করবে সাব্বিরকে৷ লোহার শিকল দিয়ে সাব্বিরের হাত-পা বেঁধে দেয় শাকিরা৷ মিলনের মুহূর্তে সাব্বিরের গায়ে পেট্রোল ঢালে সে৷ তারপর জীবন্ত জ্বালিয়ে দেয়৷ এরপরই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে মহিলা৷
advertisement
Location :
First Published :
July 31, 2018 9:52 AM IST