TRENDING:

ওয়ার্ল্ড রেকর্ড ! ৬৬ বছর পর নখ কাটলেন ৮২ বছরের বৃদ্ধ

Last Updated:

সালটা ২০১৬ ৷ পুণের বাসিন্দা শ্রীধর হঠাৎই হইচই ফেলে দিলেন গোটা দুনিয়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে: সালটা ২০১৬ ৷ পুণের বাসিন্দা শ্রীধর চিল্লাই হঠাৎই হইচই ফেলে দিলেন গোটা দুনিয়া ৷ সৌজন্যে, তাঁর দু হাতের ৯০৯.৬ সেন্টিমিটার নখ ! আর এই নখ তিনি যত্নে নিজের হাতে পালন করেছেন প্রায় ৬৬ বছর ধরে ৷ তবে এখন এসব অতীত ৷ সম্প্রতি এই লম্বা নখ মূলত সংরক্ষণের জন্যই কেটে ফেলতে বাধ্য হলেন শ্রীধর ৷ অবশ্য এতেও তিনি দৃষ্টান্ত সৃষ্টি করলেন ৷ কারণ, এই নখ সংরক্ষণের কাজটিও এদেশে ঘটল প্রথমবার ৷
advertisement

১৯৫২ সালে শেষবার হাতের নখ ৷ তবে এখন বয়স বেড়েছে ৷ শক্তি কমেছে দেহের ৷ এমনকী, নখের যত্ন সঠিক অর্থে নিতেও পারেন না শ্রীধর ! অবশেষে দৈহিক কারণেই ডাক্তারের কথায় নখ কাটতে বাধ্য হচ্ছেন শ্রীধর ৷ তবে শ্রীধরের একটাই আবদার ৷ ৬৬ বছর ধরে জমানো তাঁর নখ যেন করা হয় সংরক্ষণ ৷

advertisement

জানা গিয়েছে, নিউ ইয়র্কের ‘রিপ্লিজ বিলিভ ইট নট’ মিউজিয়াম কর্তৃপক্ষই মানত্যা দিয়েছে শ্রীধরের এই আবদারকে ৷ তারাই সংরক্ষণ করছে শ্রীধরের এই নখ ! নখ নিয়েও শ্রীধর করেছিলেন বিশ্ব রেকর্ড ৷ এবার নখ কেটেও বিশ্ব রেকর্ড করতে চলেছেন পুণের এই ৮২ বছর বৃদ্ধ !

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফের থমকে গেল শিক্ষক নিয়োগ, কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ওয়ার্ল্ড রেকর্ড ! ৬৬ বছর পর নখ কাটলেন ৮২ বছরের বৃদ্ধ