ঘটনার সূত্রপাত ২০১৭-র সেপ্টেম্বর মাসে ৷ বাগুইহাটির বাসিন্দা এক তরুণী গত বছর সেপ্টেম্বরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ৷ তার দাবি, ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার ছবি ডাউনলোড করা হচ্ছে ৷ এরপর সেই ছবি দিয়েই ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকার বিনিময়ে যৌনতার অফার দেওয়া হচ্ছে ৷ ওই তরুণী তারই এক বন্ধুর কাছ থেকে গোটা বিষয়টি জানতে পারেন ৷ এরপরই সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী ৷
advertisement
আরও পড়ুন: হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন থেকে পরে গিয়ে গুরুতর আহত কিশোরী
অবশেষে, ১০ মাস পর তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল তপসিয়া থানার পুলিশ ৷ আজ, বৃহস্পতিবার বিধাননগর আদালতে তোলা হয় অভিযুক্তকে । ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷
যদিও অভিযোগকারিনীর দাবি, রাজিল ছাড়াও আরও বেশ কয়েকজন এই ঘৃণ্য ঘটনাটির সঙ্গে যুক্ত রয়েছে ৷ বাকি অভিযুক্তদের খোঁজ করতে ধৃতদের জেরা করছে পুলিশ ৷