আরও পড়ুন: মোদির সভায় পৌঁছতে না পেরে বিজেপি কর্মীদের বেধড়ক মারে জখম ১০ পুলিশ
রিকশ নিয়ে বাড়ি ফিরছিলেন শেখ শাজাহান। রাস্তার পাশের বাঁশবাগানে ধস্তাধস্তির আওয়াজ পেয়ে টর্চের আলো ফেলেন। দেখেন, অজ্ঞাতপরিচয় এক তরুণীকে ধরে টানাহ্যাঁচড়া করছে চার যুবক। শাজাহানকে দেখেই চম্পট দেয় তারা। এরপর ওই তরুণীকে নিয়ে দিদির বাড়ি যান শাজাহান। সেখানে তরুণীর থাকার ব্যবস্থা করে বাড়ির দিকে রওনা দেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি বছর সাতাশের শাজাহান ৷
advertisement
আরও পড়ুন: রাজ্য পুলিশে বিপুল নিয়োগ, অ্যাডমিট কার্ড পেতে ক্লিক করুন নীচের লিঙ্কে...
সোমবার সকালে গ্রামেরই এক নির্জন জায়গায় শাজাহানের দেহ উদ্ধার হয়। পরিবারের আশঙ্কা, যে চার দুষ্কৃতীর হাত থেকে তরুণীকে উদ্ধার করেছিলেন শাজাহান তারাই তাকে খুন করেছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র নেই। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই রিকশচালকের। ঘটনার তদন্তে নেমে সোনারপুরের বাসিন্দা ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে ভাঙড় থানার পুলিশ।
আরও পড়ুন: রাস্তার কুকুরকে ঘরে এনে ধর্ষণ, গ্রেফতার লেকটাউনের বাসিন্দা