এবারের পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের অনেক জায়গাতেই ফুটেছে পদ্ম। এই ফলাফলকে সামনে রেখেই লোকসভা ভোটের জন্য ঝাঁপাচ্ছে বিজেপি। কখনও পুরুলিয়ায় এসে সভা করছেন অমিত শাহ ৷ বিজেপি যখন কোমর বেঁধে টার্গেট করছে জঙ্গলমহলের আদিবাসী ভোটব্যাঙ্ককে, তখন সেই জঙ্গলমহলে গিয়েই বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর তোপ, ‘বিজেপি দাঙ্গাবাজদের দল ৷ টাকা দিয়ে ভোট কিনছে একটা দল ৷ মাওবাদীদের আমরা ঢুকতে দেয়নি ৷ ঝাড়খণ্ড থেকে আবার চেষ্টা চলছে ৷ মাওবাদী ঢোকানোর চেষ্টা চলছে ৷’
advertisement
আরও পড়ুন
পরিচারিকাকে কম মাইনে দিলে যেতে হবে জেলে!
বৃহস্পতিবার, ঝাড়গ্রামের সভা থেকে বিজেপির বিরুদ্ধে ফের ভেদাভেদের রাজনীতির অভিযোগকে হাতিয়ার করেন মমতা। বলেন, ‘ভাগাভাগির রাজনীতি করে বিজেপি ৷ টাকা দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে ৷ রাজ্যে জাতিবিদ্বেষ ছড়ানো হচ্ছে ৷ চক্রান্ত, ষড়যন্ত্রের জায়গা নেই রাজ্যে ৷’
মোদি সরকারের আমলে দেশের নানা প্রান্তে গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে। এ নিয়েও এ দিন সুর চড়ান মমতা। ‘এই সরকার থাকলেই ভাল থাকবেন। আরেকটা সরকার তো দেখছেন। কীভাবে দলিত, আদিবাসী, সাধারণ মানুষের উপর লিঞ্চিং হচ্ছে,’ মন্তব্য মুখ্যমন্ত্রীর ৷
লোকসভা ভোটের আগে তৃণমূল ও বিজেপি, দুই দলেরই পাখির চোখ জঙ্গলমহল। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।