আরও পড়ুন: রেড রোডে সেনা অফিসারের খুনের মামলায় অব্যাহতি, ক্ষতিপূরণ দিলেই জেলমুক্তি সাম্বিয়ার
ঘটনার সূত্রপাত, গতবছর মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায়। দুর্গাপুজো ও সরস্বতী পুজো নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছিলেন মোদি। কৌশলে খেলেছিলেন ধর্মীয় মেরুকরণের তাস।
লোকসভা ভোটের মুখে, মালদহে এসে মোদির সুর অমিত শাহের গলাতেও।
আরও পড়ুন: #Breaking: সেক্টর ফাইভে এসডিএফ বিল্ডিংয়ে ভয়াবহ আগুন
advertisement
বুধবার, রামপুরহাটের সভা থেকে বিজেপিকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনার রাজ্যে দুর্গাপুজো হয় কি হয় না? দুর্গাপুজো-সরস্বতী পুজো। স্কুল কলেজে সরস্বতী পুজো হয়? অর্ধশিক্ষিতদের কানে যাক ৷ তিনি আরও বলেন, হরিদাস, ক্রীতদাস, সব কটা বন্ডেড লেবার। হয় প্রমাণ করুন না হলে রাজনীতি ছেড়ে দিন। না হলে আমি রাজনীতি ছেড়ে দেব। পুজো কমিটিগুলিকে ইনকাম ট্যাক্সের নোটিস দেওয়া হয়েছে। পারবেন, উত্তরপ্রদেশ, মুম্বইয়ের পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠাতে?
বিরোধীদের অভিযোগ, ভোটের আগে উন্নয়ন নয়, ধর্মীয় ভেদাভেদকেই হাতিয়ার করছে বিজেপি। এবার, পালটা চ্যালেঞ্জ ছুড়ে বিজেপিকে টেক্কা দিলেন মমতা।