সম্প্রতি তদন্তকারী সংস্থাগুলির প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে চন্দ্রবাবু নাইডু সরকার । একটি বিবৃতিতে জানানো হয়েছে রাজ্য সরকারের প্রাথমিক অনুমতি ছাড়া অন্ধ্রে প্রবেশ করতে পারবে না সিবিআই। এই ঘটনা ঘিরে ফের প্রকাশ্যে কেন্দ্র বনাম চন্দ্রবাবু বিরোধিতা ।
এই প্রসঙ্গেই চন্দ্রবাবুকে সমর্থন জানিয়ে মমতা বলেছে এটি সঠিক সিদ্ধান্ত।এছাড়াও কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গেও একই নিয়ম প্রয়োগ করা যায় কি না তা খতিয়ে দেখবেন তিনি । সিবিআই বর্তমানে কেবলমাত্র তদন্ত সংস্থা নেই, তা বিজেপির নিয়ন্ত্রিত এক সংস্থায় পরিণত হয়েছে । সিবিআই স্বাধীনভাবে কাজ করছে না, বিজেপির দলীয় দফতর থেকেই সম্পূর্ণ নিয়ন্ত্রিত হচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, অভিযোগ মুখ্যমন্ত্রীর।
advertisement
Location :
First Published :
November 16, 2018 1:49 PM IST