সুষমা স্বরাজকে করা ট্যুইট আক্রমণের নিন্দা, খোদ বিজেপি নেতৃত্বরা না করলেও, প্রথমেই এগিয়ে আসেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ তিনি লেখেন, ‘দেশের বিদেশমন্ত্রী যদি এরকম আক্রমণের মুখে পড়েন, তাহলে সাধারণ মানুষদের কী হবে? ’ তবে শুধু মেহবুবা মুফতিই নয়, এবার এই ঘচনার তীব্র প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লিখলেন, ‘সোশ্যাল মিডিয়ায় সুষমা স্বরাজকে যে ভাষায় নিন্দা করা হচ্ছে, সে ঘটনার তীব্র বিরোধিতা করছি ৷ উনি একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতা ৷ আমাদের একে অপরকে সম্মান করা উচিত ৷ এই ধরণের ভাষা প্রয়োগ করা মোটেই উচিত নয় ৷’
হাত-চোখ-মুখ বাঁধার নির্দেশ দেওয়া ছিল হাতে লেখা নোটে, ১১ জনের মৃত্যুতে মিলল চাঞ্চল্যকর তথ্য
লখনউ পাসপোর্ট অফিসে ধর্ম নিয়ে এক দম্পতিকে হেনস্থা করার অভিযোগ থেকে গোটা ঘটনার সূত্রপাত। সুষমাকে সেই দম্পতি টুইট করতেই তড়িঘড়ি তাঁদের পাসপোর্ট দেওয়া হয়। আর বদলি করা হয় পাসপোর্ট আধিকারিককে। বিজেপি-আরএসএস-এর একাংশ প্রকাশ্যেই অভিযোগ করে, মুসলিম তোষণের জন্য পাসপোর্ট আধিকারিককে শাস্তি দেওয়া হয়েছে।
তাঁদের দাবি, নিয়ম ভেঙে পাসপোর্ট দেওয়া হয়েছে। বিদেশ থেকে ফিরে সুষমা বলেন, তিনি কোনও নির্দেশই দেননি। বিষয়টি জানতেনও না। কিন্তু তাতেও সুষমার উপরে হামলা থামেনি। বিজেপি-আরএসএস-এর একাংশ রুষ্ট জেনে বিজেপি নেতৃত্বও বিদেশমন্ত্রীর পাশে এগিয়ে আসেননি।