মালাইকা আরোরা ও সারা আলি খান ৷ দুজনেই এক জিমে যান ৷ একসঙ্গে ওয়ার্ক আউট করেন ৷ সারা বয়সে অনেকটাই ছোট ৷ কিন্তু মালাইকার বয়স এখন ৪৫ ৷ এই বয়সেও যা ফিট তিনি, এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে ৷ অভিনয়ের থেকে তিনি বেশি আইটেম ডান্সেই নজরে আসেন ৷ আর তার সঙ্গে বেশ কিছু রিয়ালিটি শোয়ের বিচারকও ৷ তাঁর ফিগার বেশ ঈর্শনীয় !
advertisement
আরও পড়ুন শুধুমাত্র জুতোর পিছনে এত খরচ করেন করণ জোহর !
তাই এই দু’ই অসম বয়সী তারকার ফিটনেস ভিডিও দেখে বেশ অনুপ্ররণা পেয়ছেন নেটিজেনরা ৷ এভাবে শরীরচর্চা করলে যে হাতেনাতে ফল পাওয়া যায়, সেটা ভালই বোঝা যাচ্ছে সারা ও মালাইকাকে দেখে ৷
Location :
First Published :
January 22, 2019 9:29 PM IST