বাঁকুড়ার জয়পুর থানার হীরাপুর গ্রামের ঘটনা ৷ বুধবার সন্ধ্যায় গ্রামের স্কুলের পাশে থাকা একটি জঙ্গল থেকে যুগলের মৃতদেহ উদ্ধার করল পুলিশ । এলাকার মানুষ পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় । পুলিশ গ্রামে গিয়ে জঙ্গলের ভেতর থেকে ওই যুগলের মৃতদেহ উদ্ধার করে । মৃতদের নাম নীলাঞ্জন সিং ও পায়েল চৌধুরী ।
advertisement
আরও পড়ুন: বচসার জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে মারল স্বামী
জানা গিয়েছে, মৃত নীলাঞ্জন সিং এর বাড়ি জয়পুর থানার হীরাপুর গ্রামে । পায়েলের বাড়ি পাশের মাধবগঞ্জ গ্রামে । দু’জনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল । সম্পর্কের কথা জানত দুই পরিবারই ৷ নীলাঞ্জনের পরিবার তা মেনে নিলেও এই সম্পর্ক মানতে রাজি ছিল না পায়েলের পরিবার । গত ১০ -১২ দিন আগে থেকে দু’জনেই নিখোঁজ হয়ে গিয়েছিল । পরিবারের সকলে ভেবেছিলেন একসঙ্গে পালিয়ে গিয়েছে দু’জন । এরপর গতকাল সন্ধ্যায় মৃতদেহ দু’টি উদ্ধার হয় । প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ওই যুগল । আজ মৃতদেহ দু’টি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।