TRENDING:

পথ কুকুরদের ভ্যাকসিনেশনে এগিয়ে এল এক বেসরকারি সংস্থা

Last Updated:

এদিন হাবড়া-অশোকনগরের প্রায় ৫০ টি পথ কুকুরদের ভ্যাকসিন দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাতুল ব্যানার্জি, উত্তর ২৪ পরগনা : করোনা মহামারীর কারণে স্তব্ধ জনজীবন। সংক্রমণ ঠেকাতে লকডাউন জরুরী। তাই পশ্চিমবঙ্গ রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত চলছে কড়া বিধি নিষেধ। তাই পথচলতি মানুষের আনাগোনাও খুবই কম। এক বছরেরও বেশি সময় ধরে চলছে বিধি নিষেধ। আর তাই রাস্তার অবলা পশুদের মুখে আহার জুটছে খুবই নগণ্য। কারণ রাস্তায় মানুষদের সাহায্যে এই অবলা পশুদের প্রতিদিনের কিছু না কিছু খাবার তাদের মুখে জোটে। এই পরিপ্রেক্ষিতে বহু সংগঠন থেকে শুরু করে বহু মানুষ এগিয়ে এসেছেন এই পথ পশুদের জন্যে। ঠিক এমনই এক সংগঠন অ্যানিমেলস লাভার্স গ্রুপ অফ অশোকনগর হাবড়া। এই সংগঠনের সদস্যরা দীর্ঘ সময় ধরে এই পথ পশুদের পাশে দাঁড়িয়েছে। খাওয়ানো, চিকিৎসা ব্যবস্থা বা কোথাও অত্যাচারিত হলে এগিয়ে এসেছেন তারা। আর ঠিক এই কথা মাথায় রেখেই গত বারের মতো এবারেও পথ কুকুরদের ভ্যাক্সিনেশনে এগিয়ে আসলেন তারা।
advertisement

অশোকনগরের বুকে পথ পশুদের ভ্যাক্সিনেশন করানো হল একটি বেসরকারি সংগঠনের তরফ থেকে। অশোকনগরে দীর্ঘদিন ধরে কাজ করছে অ্যানিমেল লাভার্স গ্রুপের সদস্যরা। কোথাও কোনো জীবজন্তু অসুস্থ হলে বা করোনাকালীন লকডাউন এর সময় তাদের প্রতিদিন খাওয়ার খাইয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছে এই পশুপ্রেমী সংগঠন। কোথায় কোন পশুর কোন রকম শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত সেই পশুর চিকিৎসায় ঝাঁপিয়ে পড়েন এই গ্রুপের সদস্যরা। এদিন হাবড়া-অশোকনগরের প্রায় ৫০ টি পথ কুকুরদের ভ্যাকসিন দেওয়া হয়।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী সহ অন্যান্য স্থানীয় প্রশাসনিক নেতৃত্ব। পশুপ্রেমী এই সংগঠনের কাজ কে রীতিমত কুর্নিশ জানিয়েছেন তিনি এবং যথাসম্ভব পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। বর্ষাকালীন এই সময়ে পারভো ভাইরাস সহ কুকুরদের নানান সমস্যা দেখা দেয়। এই পরিপেক্ষিতে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে এই সমস্ত রোগের থেকে এই অবলা দেশ বাঁচাতে এমনই উদ্যোগ নিল তাঁরা। গতবছরও এই সংস্থার তরফ থেকে ভ্যাক্সিনেশন করা হয়েছিল এ বছর আবারও তারা এই ভ্যাক্সিনেশন কর্মসূচির আয়োজন করলেন। অশোকনগর পৌরসভার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। তাদের আবেদন তাদের পাশে যাতে এগিয়ে আসে সাধারণ মানুষ এবং আগামী দিনেও তারা প্রথম পশুদের জন্য আরও কর্মসূচি আয়োজন করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন
বাংলা খবর/ খবর/Local News/
পথ কুকুরদের ভ্যাকসিনেশনে এগিয়ে এল এক বেসরকারি সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল