শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা করপোরেশন এর মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বোস, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক তাপস চ্যাটার্জি, অদিতি মুন্সি সহ বিশিষ্টজনেরা। এদিন মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, "অসংখ্য ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ে সহ তৃণমূলের সকল কর্মী-সমর্থকদের। তারা সকলেই আমার উপর ভরসা রেখেছেন। এছাড়াও মানুষের জন্যই কাজ করব। শুধু আমি নই, আমার সঙ্গে ৩৯ জন কাউন্সিলর একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা মানুষের জন্যই কাজ করব।" চেয়ারম্যান সব্যসাচী দত্ত জানান, "আমরা টিম মমতা ব্যানার্জি। আমরা সকলেই একযোগে কাজ করব বিধাননগর পৌরনিগমের হয়ে। মমতা দিদি যেই রকম নির্দেশ দেবেন সেই নির্দেশ পালন করেই, বিধাননগরের মানুষের অভাব অভিযোগ শুনে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব আমরা।"
advertisement
Location :
First Published :
February 25, 2022 10:24 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
North 24 Parganas News- বিধাননগরের মেয়র হলেন কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত