#নদিয়া: ধর্ষণে অভিযুক্ত গৃহশিক্ষক গ্রেফতার। সূত্রের খবর, ১০ বছরের নাবালিকা ছাত্রীকে গৃহশিক্ষক সুধাংশু সমাজদার ধর্ষণ করে, এমনই দাবি পরিজনদের। ঘটনাটি নদিয়ার ধানতলা থানার শিবপুর এলাকার। সুধাংশু সমাজদার এলাকার পঞ্চায়েত সমিতির বিজেপির মেম্বার, বাড়িতে টিউশন পড়াতেন। অভিযোগ ওঠে, নাবালিকা ছাত্রীর মা টিউশনির টাকা দিতে এসে দেখেন খালি বাড়িতে তালাবদ্ধ অবস্থায় তার মেয়ে এবং শিক্ষক ঘরের ভেতরে। এরপরে নাবালিকা মাকে সবকিছু জানায়, তার সাথে জোর পূর্বক প্রাণনাশের হুমকি দিয়ে নিষ্ঠুর আচরণ করতো সুধাংশু সমাজদার। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে প্রতিবেশীরা। অভিযোগ দায়ের করা হয় ধানতলা থানায়। পালিয়ে যায় আসামি। প্রতিবেশীদের দীর্ঘ ক্ষোভ-বিক্ষোভ, পথ অবরোধ এবং প্রতিবাদের জেরে অবশেষে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। জানা যায়, এরপর ধানতলা থানা এলাকার আরংঘাটা থেকে অভিযুক্ত শিক্ষক বিজেপি নেতা সুধাংশু সমাজদারকে ধানতলা থানার পুলিশ গ্রেফতার করে। আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয়। অভিযুক্তের পকসো আইনে বিচার হবে বলে জানা যায়।