খড়দহ-র বিভিন্ন এলাকায় টোটো করে প্রায় প্রতিদিনই ঘুরে ঘুরে রাস্তার পশুদের জন্য খাবার বিতরণ করে যাচ্ছেন তিনি। আর্থিক অনটনের কারণে হয়তো প্রতিদিন তা করে উঠতে পারছেন না তবে এই অভুক্ত প্রাণীদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রতিবেশীদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। তার এই উদ্যোগে অনেকেই পাশে দাঁড়িয়েছেন। চাল থেকে শুরু করে সোয়াবিন, মাংস, বিস্কুট কিনে দিয়েছেন অনেকেই। প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ কেজি চাল রান্না করেন, তার সাথে থাকে মাংস নয়তো মাংসের ছাট অথবা সোয়াবিন। রাত হলেই তিনি বেরিয়ে পড়েন খড়দহ প্রত্যন্ত এলাকার সেই সব অভুক্ত প্রাণীদের খাবার বিতরণে। প্রায় প্রতিদিন রাত ১২ টা থেকে ভোর চারটে পর্যন্ত চলে তার এই কর্মকাণ্ড। প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ অবলা পশুদের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি। নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন এমনই অবলা কিছু প্রাণীদের। প্রায় ১০ থেকে ১২ টা কুকুর রয়েছে তার বাড়িতে। নিয়মিত যত্ন করছেন তাদেরও।
advertisement
তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষ আর্থিক সমস্যায় পড়েছেন। এই পরিপ্রেক্ষিতে সাহায্য চেয়েও এখন আর মিলছে না। আগামীদিনে কিভাবে এই অবলা পশুদের মুখে খাবার তুলে দিতে পারবেন তার জানা নেই। তার কথায় তার এই কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে যদি কিছু মানুষ এগিয়ে আসেন তাহলে ওই অবলা প্রাণীগুলি অভুক্ত থাকবে না। তাদেরও বাঁচিয়ে রাখতে হবে। তার অনুরোধ শুধু খরদহ নয় বিভিন্ন জায়গায় মানুষ যাতে এই অবলা পশুদের পাশে এসে যেন দাঁড়ায়।
