কলকাতার আলিপুরে বাঘকে মালা পড়াতে গিয়ে মারা পড়েছিলেন এক ব্যক্তি ৷ এ যেন অনেকটা সেরকমই ৷ সিংহের খাঁচার সামনে দাঁড়িয়ে মদ্যপটি কী করছিলেন তার ভিডিও রেকর্ডিংও পাওয়া গেছে ৷
নিজের খাঁচায় বিশ্রাম নিচ্ছিল একটি সিংহ ৷ অনেকক্ষণ ধরেই তাকে উত্যক্ত করছিল খাঁচার বাইরে দাঁড়িয়ে থাকা এক মদ্যপ ব্যক্তি ৷ পোষা বেড়াল বা কুকুরকে যেভাবে মানুষ হাত বাড়িয়ে ডাকে তিনিও ডাকছিলেন সেভাবেই ৷ প্রথমে সিংহটি গা ঝাড়া দিয়ে উঠে কয়েক পা এগিয়ে যায় ৷ এরপর সেই ব্যক্তি আবার খাঁচার গরাদ দিয়ে হাত গলিয়ে সিংহটিকে ডাকতে থাকে ৷
advertisement
আরও পড়ুন - সুস্বাদু এই ৫ খাবার ! কিন্তু সংকটে সেক্স লাইফ
একজন ভদ্রমহিলা চিৎকার করে বলতে থাকেন ওটা এগোচ্ছে, ওটা এগোচ্ছে ৷ ক্রমাগত বিরক্ত উৎপাদকারী মানুষটির ব্যবহারে বিরক্ত সিংহ তার দিকে আরও এগোয় ৷ এসময়ে সে হাত সরিয়ে নিলে তার বন্ধুরা তাঁকে টিটকিরি দেয় ৷ ফলে ওই মত্ত ব্যক্তি ফের হাত বাড়ায় এবার আর সিংহ কোনও রেয়াত করেনি তাঁর হাতের ওপর ঝাঁপিয়ে পড়ে ৷
রক্তে ভেসে যাওয়া হাত নিয়ে ওই মদ্যপকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ দেখে নিন সেই ভয়ানক ভিডিও ৷
I