শফার ইউটিউব চ্যানেলের দেখভাল করেন তার মা। এই চ্যানেলের সূত্রপাত ২০১৫ সালের ২৯ মার্চ। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চারা তার চ্যানেল দেখে। সাবস্ক্রাইবারের সংখ্যা ৪০ মিলিয়নের বেশি। তার পরিবারের জন্য যথেষ্ট উপার্জন করে এই বালিকা। তার চ্যানেলের ভিডিওতে ভিউজ এসেছে ২২ বিলিয়নের বেশি। যা রাজস্ব উপার্জনে ফলপ্রসূ।
advertisement
পরিসংখ্যান বলছে, শফার ভিডিওতে প্রতি ১০০০ ভিউতে পাওয়া যাচ্ছে ১.২১ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ টাকা। চলতি বছর মে মাসে ইউটিউব চ্যানেল থেকে ২ লক্ষ ডলার উপার্জন করেছে সে। একাধিকবার তার উপার্জন ছাপিয়ে গিয়েছে ৩ লক্ষ, ডলার।
গত সপ্তাহে শফা ৭৭,৪০০ ডলার উপার্জন করেছে। গত এক মাসে তার উপার্জন ১.২৭ মিলিয়ন ডলার। গত তিন মাসে উপার্জন ছাপিয়ে গিয়েছে ৬.৭৬ ডলার। গত ৮ বছরে তার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে ৯৮৪ ভিডিও। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ ৪১০ কোটির বেশি।
শফা ছাড়াও নেট দুনিয়ায় বাজিমাত করেছে ভ্লাদ, নিকি, ডায়ানা, নাসতার মতো খুদে ইউটিউবাররা। তাদের চ্যানেলগুলি তুমুল জনপ্রিয় খুদেদের কাছে। তাদের ইউটিউব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার ৩০০ মিলিয়নের বেশি। প্রি-স্কুল বা তার থেকে বয়সে একটু বড় বাচ্চাদের কাছে বেজায় জনপ্রিয় এই চ্যানেলগুলি।