TRENDING:

Child Youtuber: শৈশবেই কোটিপতি! ১১ বছর বয়সে ৪১০ কোটি টাকার সম্পত্তির মালিক এই খুদে ইউটিউবার

Last Updated:

Child Youtuber: মাত্র ১১ বছর বয়সেই সে বাজিমাত করেছে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাত্র ১১ বছর বয়সেই ইউটিউবার হয়ে কোটি কোটি টাকা উপার্জন করছে শফা। মাত্র ১১ বছর বয়সেই সে বাজিমাত করেছে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়। সারা পৃথিবীর শিশু কিশোরদের মধ্যে চমক দেখিয়েছে সে। রূপকথার নানা চরিত্র যেমন ‘ফ্রোজেন’, ‘এলসা অ্যান্ড অ্যানা’-র সঙ্গে রোমাঞ্চকর ভিডিও শেয়ার করে সে। তার ভিডিও সাধারণত আরবীয় ভাষায় থাকে। ভাষা ও কথ্যরীতিতে প্রকাশ পায় সংযুক্ত আরব আমিরশাহীর এই কন্যার প্রেক্ষাপট।
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চারা তার চ্যানেল দেখে
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চারা তার চ্যানেল দেখে
advertisement

শফার ইউটিউব চ্যানেলের দেখভাল করেন তার মা। এই চ্যানেলের সূত্রপাত ২০১৫ সালের ২৯ মার্চ। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চারা তার চ্যানেল দেখে। সাবস্ক্রাইবারের সংখ্যা ৪০ মিলিয়নের বেশি। তার পরিবারের জন্য যথেষ্ট উপার্জন করে এই বালিকা। তার চ্যানেলের ভিডিওতে ভিউজ এসেছে ২২ বিলিয়নের বেশি। যা রাজস্ব উপার্জনে ফলপ্রসূ।

advertisement

পরিসংখ্যান বলছে, শফার ভিডিওতে প্রতি ১০০০ ভিউতে পাওয়া যাচ্ছে ১.২১ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ টাকা। চলতি বছর মে মাসে ইউটিউব চ্যানেল থেকে ২ লক্ষ ডলার উপার্জন করেছে সে। একাধিকবার তার উপার্জন ছাপিয়ে গিয়েছে ৩ লক্ষ, ডলার।

গত সপ্তাহে শফা ৭৭,৪০০ ডলার উপার্জন করেছে। গত এক মাসে তার উপার্জন ১.২৭ মিলিয়ন ডলার। গত তিন মাসে উপার্জন ছাপিয়ে গিয়েছে ৬.৭৬ ডলার। গত ৮ বছরে তার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে ৯৮৪ ভিডিও। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ ৪১০ কোটির বেশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

শফা ছাড়াও নেট দুনিয়ায় বাজিমাত করেছে ভ্লাদ, নিকি, ডায়ানা, নাসতার মতো খুদে ইউটিউবাররা। তাদের চ্যানেলগুলি তুমুল জনপ্রিয় খুদেদের কাছে। তাদের ইউটিউব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার ৩০০ মিলিয়নের বেশি। প্রি-স্কুল বা তার থেকে বয়সে একটু বড় বাচ্চাদের কাছে বেজায় জনপ্রিয় এই চ্যানেলগুলি।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Child Youtuber: শৈশবেই কোটিপতি! ১১ বছর বয়সে ৪১০ কোটি টাকার সম্পত্তির মালিক এই খুদে ইউটিউবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল