TRENDING:

Five Star Hotel: ৫৮ লক্ষ টাকা বিলের কানাকড়িও না দিয়ে দিল্লির পাঁচতারা হোটেলে ২ বছর কাটালেন যুবক

Last Updated:

Five Star Hotel:মোট বিলের ৫৮ লক্ষ টাকার কিছুই তাঁর কাছ থেকে হোটেল কর্তৃপক্ষ পায়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : দিল্লির এক অভিজাত হোটেলে টানা দু’ বছর কাটিয়ে এক কানাকড়িও দেননি৷ এই অভিযোগ উঠল জনৈক অঙ্কুশ দত্তার বিরুদ্ধে৷ অভিযোগ, দিল্লির এরোসিটিতে রোজিট হাউস হোটেলে দু’ বছর ছিলেন তিনি৷ মোট বিলের ৫৮ লক্ষ টাকার কিছুই তাঁর কাছ থেকে হোটেল কর্তৃপক্ষ পায়নি৷ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে থাকা ওই হোটেল এই মর্মে অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে৷ তাঁদের বয়ান অনুযায়ী অঙ্কুশ ৬০৩ দিন ওই হোটেলে থাকা সত্ত্বেও এক টাকাও দেননি৷ এই ঘটনায় অভিযুক্ত হোটেলের এক ফ্রন্টডেস্ক কর্মীও৷
advertisement

প্রেম প্রকাশ নামে ওই কর্মী হোটেলের কম্পিউটার সিস্টেম থেকে কোন অতিথির কত টাকা বকেয়া, সেই তথ্য তত্ত্বাবধান করেন৷ হোটেল কর্তৃপক্ষের ধারণা, প্রেম প্রকাশের কারসাজিতেই ৬০৩ দিন পাঁচতারা হোটেলে বিনাখরচে থাকতে পেরেছিলেন অঙ্কুশ৷ হয়তো তিনি বিনিময়ে কিছু টাকা দিয়েছিলেন প্রেম প্রকাশকে৷ কিন্তু অঙ্কুশের কাছ থেকে যে ৫৮ লক্ষ টাকা হোটেল পাবে, সেই তথ্য গোপন করেছিলেন স্বয়ং প্রেম প্রকাশ৷

advertisement

বিলাসবহুল এই হোটেলের দাবি ২০১৯ সালের ৩০ মে এই হোটেলের একটি ঘরে চেক ইন অঙ্কুশ৷ তাঁর চেক আউট করার কথা ছিল ৩১ মে৷ কিন্তু অভিযোগ, পরিবর্তে তিনি ওই হোটেলে ছিলেন ২০২১-এর ২২ জানুয়ারি পর্যন্ত৷ হোটেল কর্তৃপক্ষের দাবি, প্রেম প্রকাশের সাহায্য ছাড়া এটা কোনওমতেই সম্ভব হত না৷ অভিযোগ, প্রেম এই বকেয়া বিলের কথা বেমালুম চেপে যান৷ অথচ নিয়ম হল, কোনও অতিথির বিল ৭২ ঘণ্টার বেশি বকেয়া থাকলেই তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে৷ অভিযোগ, সে সব না করে প্রেম চেষ্টা করেছেন যাতে অঙ্কুশের বকেয়া বিল অন্য অতিথিদের খাতে দেখানো যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

অভিযোগ, অঙ্কুশ ১০ লক্ষ, ৭ লক্ষ এবং ২০ লক্ষ টাকার তিনটি চেক হোটেলে জমা দিয়েছিলেন৷ কিন্তু তিনটি চেকই বাউন্স করে৷ কিন্তু সে তথ্যও প্রেম সম্পূর্ণ গোপন করে গিয়েছেন বলে অভিযোগ৷ দুই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ৷ পুলিশ এ ঘটনার তদন্ত করবে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Five Star Hotel: ৫৮ লক্ষ টাকা বিলের কানাকড়িও না দিয়ে দিল্লির পাঁচতারা হোটেলে ২ বছর কাটালেন যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল