TRENDING:

১০ ঘণ্টার বেশি কম্পিউটার ব্যবহার করলে জানেন কী কী হতে পারে আপনার?

Last Updated:

কম্পিউটার ছাড়া কোনও কাজই আজকের দিনে করা সম্ভব নয় ৷ এই বাস্তবটাকে মেনে নিতে হবেই ৷ কিন্তু চিকিৎসকরা বলছেন, এই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কম্পিউটার ছাড়া কোনও কাজই আজকের দিনে করা সম্ভব নয় ৷ এই বাস্তবটাকে মেনে নিতে হবেই ৷ কিন্তু চিকিৎসকরা বলছেন, এই কম্পিউটারই শরীরের ক্ষতি করতে ওস্তাদ ৷ চিকিৎসকদের গবেষণায় দেখা গিয়েছে, দিনে ১০ ঘণ্টার বেশি কম্পিউটার ব্যবহার করলে, শরীরে দানা বাঁধতে পারে নানা রোগ৷
advertisement

১) ডাক্তারদের কথায়, এক নাগাড়ে বেশিক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থাকলে প্রথমেই ক্ষতিগ্রস্ত হবে আপনার পেশি ৷ ডাক্তাররা জানিয়েছেন, পেশির সংকোচন ক্ষমতা লোপ পেতে পারে এর ফলে ৷

এমনিতেই দেখা গিয়েছে, যারা কম্পিউটারে বেশিক্ষণ ধরে কাজ করেন, তাদের কোমরে ব্যথা, হাত-পা, হাঁটুতে ব্যথার সমস্যা শুরু হয় ৷ এর থেকে বাঁচতে, ঠিকঠাক বসার চেয়ার বেছে নিন ৷ সব সময় সোজা হয়ে বসুন ৷ একটানা কম্পিউটারের সামনে না বসে বরং মাঝে মধ্যে একটু হাঁটা চলা করুন ৷

advertisement

২) দিনে ১০ ঘণ্টার বেশি কম্পিউটারের সামনে বসে থাকলে, মাসিক চাপ পড়ে ৷ আর এর ফলে মুড সুয়িং-এ ভুগতে হতে পারে৷ তাই চিকিৎসকরা বলছেন, এক টানা কাজ না করে, অফিসের বাইরে একটু ঘুরে আসুন ৷

৩) ১০ ঘণ্টার বেশি কম্পিউটারের সামনে বসে থাকলে, যে সমস্যাটি সবচেয়ে বেশি হয় তা হল চোখের সমস্যা ৷ একটানা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের দৃষ্টি দুর্বল হতে পারে ৷ তাই কাজ করতে করতে অন্তত, ৫ মিনিটের জন্য চোখ বুজে থাকুন ৷ মাঝে মধ্যেই চোখে মুখে জল ছিটিয় নিন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

৪) একটানা কম্পিউটারের সামনে বসে থাকলে, মোটাও হয়ে যেতে পারেন ৷ তাই একটু হাঁটা-চলা করা দরকার ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
১০ ঘণ্টার বেশি কম্পিউটার ব্যবহার করলে জানেন কী কী হতে পারে আপনার?