TRENDING:

Winter Picnic Spot: শান্ত শিলাবতীর বুকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন! কম খরচে শীতের পিকনিকের সেরা ঠিকানা এটাই

Last Updated:

Winter Picnic Spot: প্রকৃতি যেন ঢেলে সাজিয়ে এখানে, তৈরি হয়েছে প্রকৃতির শ্রেষ্ঠ একাধিক ভাস্কর্য, ঘুরে দেখুন কলকাতার খুব কাছে এমন সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক জায়গা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: শীতের কুয়াশা ঘন সকালে ঠান্ডায় জমিয়ে পিকনিক। এমন সুন্দর একটি ব্যাপার ভ্রমণপিপাসু বাঙালির কাছে সারা বছরের একটা দিনের রুটিন। ডিসেম্বর মানেই বাচ্চাদের পরীক্ষা শেষ, পিকনিকের মরশুম। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া কিংবা পিকনিক করা চাই। তবে কলকাতা থেকে মাত্র দু’ ঘন্টার দূরত্বের এমন সুন্দর প্রকৃতি সৃষ্ট শিল্প ভান্ডারে এলে আপনার মন ভাল হয়ে যাবে। পাশেই নদী, তার পাশে গড়ে ওঠা বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের ভূমিরূপ আপনাকে অবাক করে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এভাবে প্রকৃতির শোভা বাড়িয়েছে বিভিন্ন কারণে সৃষ্ট ভূমিরূপ গুলি। তাই এই ডিসেম্বরে কিংবা জানুয়ারিতে আপনার পিকনিক ডেস্টিনেশন হোক এই জায়গা।
advertisement

একটা দিন কাটিয়ে আবার ফিরতে পারবেন আপনার গন্তব্যে, সারা সপ্তাহের কাজের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। যারা ঘুরতে যেতে পছন্দ করেন, ডিসেম্বর এলেই দূর গন্তব্যে কোথাও যাওয়ার প্ল্যান করেন? কিন্তু কলকাতা থেকে খুব কাছেই মেদিনীপুর জেলায় রয়েছে এমন সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্য যা আপনার মন ভাল করে তুলবে। শুধু তাই নয়, পাবেন শিক্ষামূলক নানা দিক। তাই এবারের গন্তব্য হোক পশ্চিম মেদিনীপুরের এই জায়গা। যা বইয়ের পাতায় পড়েছেন তার স্বচক্ষে দেখতে পারবেন এখানে। প্রাকৃতিক বিভিন্ন কারণে সৃষ্ট ভূমিরূপ বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি।

advertisement

আরও পড়ুন : ক্রিসমাসে দার্জিলিং যাচ্ছেন? কতটা কনকনে ঠান্ডা পড়বে? বেড়ানোর আগে জানুন মেগা আপডেট

শীতের একটা দিন ঘুরে দেখার পারফেক্ট জায়গা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকে শিলাবতী নদীর পাশেই ভূমিক্ষয়ের কারণে গড়ে উঠেছে এমন সব ভাস্কর্য কলা। এক পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত শিলাবতী নদী। তার পাশেই ভূমিক্ষয়, নদীর প্রবাহ এবং বিভিন্ন কারণে সৃষ্ট এই ভূমিরূপ। কোথাও মনে হবে নিখুঁতভাবে তৈরি করা ভাস্কর্য। পাথর কেটে তৈরি করা নানান শিল্পকলা। স্বাভাবিকভাবে ভূগোলের বইয়ে পড়া সেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন চোখের সামনে উপলব্ধি করতে পারবেন আপনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

থাকতে পারবেন কটেজে। রাত্রিযাপন করে উপভোগ করতে পারবেন জঙ্গলের নিস্তব্ধতা, নদীর প্রবাহ এবং ঝিঁঝিঁ পোকার ডাক স্বাভাবিকভাবে কলকাতার খুব কাছে এমন সুন্দর একটি ডেস্টিনেশন। ডিসেম্বরের একটা দিন বাড়ির সকলকে নিয়ে ঘুরে দেখতে পারেন এখানে। রয়েছে পিকনিক করার বন্দোবস্ত। তাই এই ডিসেম্বরে আপনার গন্তব্য হোক গড়বেতার গনগনি।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Picnic Spot: শান্ত শিলাবতীর বুকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন! কম খরচে শীতের পিকনিকের সেরা ঠিকানা এটাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল