১) তাঁরা মন নিয়ে খেলা করে না
বয়স্ক পুরুষরা মাইন্ড গেম খেলে না। তাঁরা যা চায় তা পেতে নারীদের সঙ্গে কারসাজি করেন না। তাঁরা জানেন যে তাঁদের ব্যক্তিত্ব মহিলাদেরকে অনায়াসে আকৃষ্ট করতে পারে, তাই তাঁরা মন নিয়ে খেলা করেন না।
আরও পড়ুন: যৌন মিলনের পর পুরুষের থেকে কানে কানে কী কথা শুনলে খুশি হন মহিলারা?
advertisement
২) বয়স বাড়লে পুরুষ ছেলেমানুষ হয়ে যান
তাঁরা সবার সামনে আপনাকে চুমু খাবেন না কখনই। তবে সবার সামনে আপনার পরিচয় দিতে কখনই পিছপা হবেন না। তাঁদের প্রেম একটু পুরনোপন্থী ভাবধারার। ফলে আপনাকে নিয়ে চিন্তাশীল হতে বাধ্য তিনি।
৩) তিনি পরিণত এবং অভিজ্ঞ
মহিলারা এমন অংশীদারদের সঙ্গে থাকতে চান না যার জন্য তাঁদের মা হতে হবে। তাঁরা এমন পুরুষ চায় যাঁরা তাঁদের পাশে দাঁড়াতে পারে। মহিলার উচ্চাকাঙ্ক্ষা ও লক্ষ্যকে সমর্থন করতে পারে।
আরও পড়ুন: ভারতে প্রাক-বিবাহ যৌনসঙ্গমের নয়া হিসেব! সমীক্ষায় উঠে এল চমকে দেওয়া তথ্য
৪) তিনি বিছানায় সুখী করার সব কৌশল জানেন
বিছানায় ভীষণ ভাল হন বয়স্ক পুরুষ। কীভাবে একজন মহিলাকে সন্তুষ্ট করা যায়, তা সবচেয়ে ভাল বুঝতে পারেন একজন অভিজ্ঞ পুরুষই। বিছানায় তাঁদের ইগো কখনই আঘাত পায় না।