ওড়না কীভাবে নিতে হবে: চিরাচরিত ধাঁচে গলা বা বুকের উপর ওড়না না নিতে চাইলে মাথার উপর দিয়ে পিঠে ছড়িয়ে দেওয়া যায় দোপাট্টা। সাদা লেহঙ্গার সঙ্গে এভাবে সাদা জরির কাজ করা ওড়না দুর্দান্ত মানায়। একেবারে নববধূর মতো লাগবে। আবার দু’কাঁধের উপর দিয়ে চাদরের মতো ফেলে রাখাও যায়। তবে এভাবে স্টাইল করতে চাইলে কিন্তু স্লিভলেস পরতে হবে। আর শাড়ি পরলে? বাঙালি আটপৌরে সাজ তো আছেই, পার্সিদের মতো সামনে আঁচল দিয়েও শাড়ি পরা যায়। এতে জমকালো ভাবটা বাড়বে।
advertisement
আরও পড়ুন : পুজোয় কালো পোশাকে বাজিমাত করতে এভাবে মেকআপ করুন, সবাই ঘুরে ঘুরে দেখবে
বাছতে হবে এমন গয়না: সাদা লেহঙ্গা, সালওয়ার বা শাড়ির সঙ্গে ভারী চোকারই ভাল মানাবে। আভিজাত্য ফুটে বেরবে প্রতি পদক্ষেপে। চোকার যাতে রুপোলি হয় সেটা মাথায় রাখতে হবে। রঙের খেলা খেলতে চাইলে অবশ্য সবুজ রঙের চোকারও বেছে নেওয়া যায়। সাদার সঙ্গে কনট্রাস্ট হবে ভাল। এর সঙ্গে থাকুক ছোট কানের দুল। হালকা মেকআপ। পায়ে হাই হিল। গয়নায় কুন্দনের কাজ থাকলে খুব ভাল।
আরও পড়ুন : এই বিষয়গুলি মনে রাখলেই আপনার যৌন সঙ্গম তৃপ্তিতে ভরপুর হবে
মেকআপ কেমন হবে: সাদা লেহঙ্গা, সালওয়ার বা শাড়ির র সঙ্গে হালকা মেকআপই ভাল মানাবে। তবে ন্যুড নয়, বরং পিচ রঙের ছোঁয়া থাক। চাইলে পিঙ্ক টোন ফ্যামিলির যে কোনও রঙও ব্যবহার করা যায়। চোখের মেকআপে গোলাপি রঙের পাশাপাশি ব্যবহার করা যায় স্মাজ আইলাইনার। এ জন্য আই পেনসিল এবং কালো রঙের আই শ্যাডো ব্যবহার করা যায়।