এই বিষয়গুলি মনে রাখলেই আপনার যৌন সঙ্গম তৃপ্তিতে ভরপুর হবে

Last Updated:
Healthy Lifestyle: শরীর বা চেহারা নিয়ে হীনমন্যতায় না ভুগে বা সাইজ নিয়ে অবসেসড না হয়ে দেখে নিন সুস্থ সম্পর্কের চাবিকাঠি৷
1/7
সম্পর্ক শারীরিক হলেও এর সঙ্গে মনের নিগূঢ় সম্পর্ক থাকে৷ তাই যৌন সঙ্গম তৃপ্তিদায়ক হওয়ার জন্য শুধুমাত্র শারীরিক অঙ্গের গঠনই গুরুত্বপূর্ণ, তা নয়৷ তাই ‘সাইজ’ বা আকার বাদ দিয়ে অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গগুলিও দেখে নেওয়া যাক৷ তাই শরীর বা চেহারা নিয়ে হীনমন্যতায় না ভুগে বা সাইজ নিয়ে অবসেসড না হয়ে দেখে নিন সুস্থ সম্পর্কের চাবিকাঠি৷
সম্পর্ক শারীরিক হলেও এর সঙ্গে মনের নিগূঢ় সম্পর্ক থাকে৷ তাই যৌন সঙ্গম তৃপ্তিদায়ক হওয়ার জন্য শুধুমাত্র শারীরিক অঙ্গের গঠনই গুরুত্বপূর্ণ, তা নয়৷ তাই ‘সাইজ’ বা আকার বাদ দিয়ে অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গগুলিও দেখে নেওয়া যাক৷ তাই শরীর বা চেহারা নিয়ে হীনমন্যতায় না ভুগে বা সাইজ নিয়ে অবসেসড না হয়ে দেখে নিন সুস্থ সম্পর্কের চাবিকাঠি৷
advertisement
2/7
যে কোনও সম্পর্কের ক্ষেত্রে ভালবাসাই শেষ কথা৷ রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ প্রেম বা ভালবাসাই সেই অনুঘটক যা তৃপ্তি বা আনন্দকে জাগিয়ে তোলে৷ শারীরিক ঘনিষ্ঠতার তীব্রতাও নির্ভর করে প্রেমের উপরেই৷
যে কোনও সম্পর্কের ক্ষেত্রে ভালবাসাই শেষ কথা৷ রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ প্রেম বা ভালবাসাই সেই অনুঘটক যা তৃপ্তি বা আনন্দকে জাগিয়ে তোলে৷ শারীরিক ঘনিষ্ঠতার তীব্রতাও নির্ভর করে প্রেমের উপরেই৷
advertisement
3/7
যৌন সঙ্গমে আপনি সুখ পাচ্ছেন কিনা.তা নির্ধারণ করে আপনার মস্তিষ্ক৷ তাই সম্পর্কের রসায়ন ও বাঁধন মজবুত হলে তবেই মস্তিষ্ক আপনার মধ্যে তৃপ্তির বোধ সঞ্চারিত করবে৷
যৌন সঙ্গমে আপনি সুখ পাচ্ছেন কিনা.তা নির্ধারণ করে আপনার মস্তিষ্ক৷ তাই সম্পর্কের রসায়ন ও বাঁধন মজবুত হলে তবেই মস্তিষ্ক আপনার মধ্যে তৃপ্তির বোধ সঞ্চারিত করবে৷
advertisement
4/7
যে কোনও সম্পর্ক সফল কিনা তার অন্যকম মাপকাঠি দু’জনের মধ্যে একে অপরের উপর আস্থা বা বিশ্বাস৷ সঙ্গীর উপর বিশ্বাস থাকলে তবেই তাঁকে আপনার ভাল লাগা, মন্দ লাগা স্পষ্ট করে বলতে পারবেন৷ এই সহজ যোগাযোগ কিন্তু স্বচ্ছতার পরিচয়৷ সেখান থেকেই আসবে শারীরিক সম্পর্কের তৃপ্তি৷
যে কোনও সম্পর্ক সফল কিনা তার অন্যকম মাপকাঠি দু’জনের মধ্যে একে অপরের উপর আস্থা বা বিশ্বাস৷ সঙ্গীর উপর বিশ্বাস থাকলে তবেই তাঁকে আপনার ভাল লাগা, মন্দ লাগা স্পষ্ট করে বলতে পারবেন৷ এই সহজ যোগাযোগ কিন্তু স্বচ্ছতার পরিচয়৷ সেখান থেকেই আসবে শারীরিক সম্পর্কের তৃপ্তি৷
advertisement
5/7
ভালবাসা থাকলে একে অপরের জন্য স্নেহ, উদ্বেগ থাকবেই৷ কিন্তু তার মানে এই নয় সঙ্গীর সব কিছুতে আপনি নাক গলাবেন৷ যে কোনও সম্পর্কে যত গভীরতাই থাকুক না কেন, একইসঙ্গে থাকে নির্দিষ্ট সীমারেখাও৷ সেই গণ্ডি মানতে হবে৷ গণ্ডি লঙ্গন করে স্পেসে টান পড়লে তার প্রভাব পড়বে সম্পর্কে ও যৌন সঙ্গমেও৷
ভালবাসা থাকলে একে অপরের জন্য স্নেহ, উদ্বেগ থাকবেই৷ কিন্তু তার মানে এই নয় সঙ্গীর সব কিছুতে আপনি নাক গলাবেন৷ যে কোনও সম্পর্কে যত গভীরতাই থাকুক না কেন, একইসঙ্গে থাকে নির্দিষ্ট সীমারেখাও৷ সেই গণ্ডি মানতে হবে৷ গণ্ডি লঙ্গন করে স্পেসে টান পড়লে তার প্রভাব পড়বে সম্পর্কে ও যৌন সঙ্গমেও৷
advertisement
6/7
আপনি সঙ্গীকে যত স্পেস দেবেন, তত মজবুত হবে দু’জনের বাঁধন৷ তার ফলে তৃপ্তিদায়ক হবে শারীরিক মিলনও৷
আপনি সঙ্গীকে যত স্পেস দেবেন, তত মজবুত হবে দু’জনের বাঁধন৷ তার ফলে তৃপ্তিদায়ক হবে শারীরিক মিলনও৷
advertisement
7/7
তবে স্পেস দেওয়া মানে সঙ্গীর প্রতি ঔদাসীন্যও নয় ৷ শুধু তাঁর ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ এড়িয়ে চলুন৷
তবে স্পেস দেওয়া মানে সঙ্গীর প্রতি ঔদাসীন্যও নয় ৷ শুধু তাঁর ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ এড়িয়ে চলুন৷
advertisement
advertisement
advertisement