TRENDING:

পুজোতে পরবেন কোন জুতো ? পড়ে নিন...

Last Updated:

পুজোর দিনগুলি নিজেকে আরও আর্কষণীয় করে তুলতে কোন পোষাকের সঙ্গে কোন জুতো পড়বেন ??? দেখে নিন....

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সামনেই পুজো ৷ আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন ৷ তাই সকলের উৎসাহ তুঙ্গে ৷ পুজোর বাজার শুরু হয়ে গিয়েছে জোরকদমে ৷ অনেকের আবার ভিড় পছন্দ নয় বলে আগে ভাগেই সেরে রেখেছেন পুজোর বাজার ৷ ভিড়ের মধ্যে নিজের পছন্দের জিনিসটা বেছে নিতে অনেক সময় অসুবিধা হয় ৷ তাই আগে থেকে কিনে রাখলে সুবিধাই হয় ৷ কোনদিন কোন পোশাকটি পরবেন তা অনেকেরই ঠিক করা হয়ে গিয়েছে ৷ পুজোয় নজর কাড়তে টিপ টু টো সব কিছু হতে হবে একদম পারফেক্ট ৷ তাই নতুন জামার সঙ্গে নতুন জুতোও মাস্ট ৷ তবে পোশাকের সঙ্গে মানানসই জুতো না হলে, যে পুরো সাজটাই মাটি হয়ে যাবে। নতুন জুতো পড়ে যতই ফোস্কা পড়ুক বা পায়ে ব্যাথা হোক ৷ ফ্যাশানের সঙ্গে তো আপোশ করা চলবে না ৷ সাজতে হলে একটু তো কষ্ট করতেই হবে ৷ তবে শুধু জুতো কিনলেই হবে না ৷ কী পোশাক পরছেন, কোথায় যাচ্চেন সমস্ত কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে জুতো পড়ুন ৷  পুজোর দিনগুলি নিজেকে আরও আর্কষণীয় করে তুলতে কোন পোশাকের সঙ্গে কোন জুতো পড়বেন ??? দেখে নিন....
advertisement

পুজোর এই পাঁচদিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে সকলে ৷ তাই পাঁচটি দিনের সাজ হতে হবে একদম আলাদা ৷ নিত্যদিনের সাজ থেকে আলাদা করে নিজস্ব স্টাইল স্টেটমেন্টে সেট করে পুজোর দিনগুলিতে চমকে দিন সকলকে ৷

পঞ্চমী- পঞ্চমীতে সাধারণত বেসরকারি সংস্থাগুলি খোলা থাকে ৷ তাই যাদের এদিন অফিস থাকবে তারা সাধারণত কুর্তি বা জিন্স পরে যাবেন ৷ এদিনের সাজটাও থাকবে হাল্কা ৷ যেহেতু বাসে ট্রামে ভিড় ঠেলে অফিস যেতে হবে তাই স্টিলেটো না পরায় ভালো ৷ অফিসের পর হঠাৎ করে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান হয়ে যেতেই পারে ৷ কিন্তু স্টিলেটো পরলে হাঁটতে অসুবিধা হতে পারে ৷ ঠাকুর দেখা মানে প্যান্ডেল ৷ তাই জুতো জোড়া যদি আরামদায়ক না হয় তাহলে পুজোই  ঘোরার আনন্দটাই মাটি হয়ে যায় ৷

advertisement

এদিন যদি আপনি ওয়েস্টার্ন পরেন তাহলে আপনি পাম্প শু, ব্যালেরিনা বা স্পুল হিল পরতে পারেন ৷ স্টাইলিশ স্ট্র্যাপ দেওয়া  ফ্ল্যাট চটি পরতে পারেন ৷ অন্যদিকে, যারা সালোয়ার কামিজ বা কুর্তি পরবেন তারাও কিন্তু ব্যালেরিনা পরতেন পারেন ৷ এখন বিভিন্ন ধরনের ব্যালেরিনা বাজারে পাওয়া যায় ৷ এবং একই সঙ্গে এটি ফ্যাশনেবলও ৷ ট্র্যাডিশনাল সালোয়ারের সঙ্গে পরতে পারবেন কোলাপুরি জুতো ৷ পোষাকের সঙ্গে রঙ ম্যাচিং করে জুতো পছন্দ করুন ৷ তবে যদি আপনি শাড়ি পরেন তাহলে অল্প হিল দেওয়া জুতো পরতে পারেন ৷

advertisement

ষষ্ঠী- পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ তাই সকাল থেকেই প্ল্যান শুরু ৷ এদিন সাধারণত বন্ধুবান্ধবের সঙ্গে প্ল্যান থাকে ৷ তাই সকাল থেকেই ঘুরে ঘুরে ঠাকুর দেখার প্ল্যান ৷ গত বছর থেকেই পালাজো ফ্যাশনে ইন ৷ তাই এদিন সকালে পালাজো পরে নজর কাড়তে পারেন আপনি ৷ লং স্কার্টও পরতে পারেন ৷ পালাজো বা লং স্কার্ট, দুটোর সঙ্গে ওয়েজ হিল পরলে ভালো লাগবে ৷ কাপড়ের টুকরোর কারুকার্য থেকে জারদৌসি কাজের ওয়েজ হিল বাজারে পাওয়া যাচ্ছে ৷ আপনার পোষাকের সঙ্গে কোনটা মানাবে সেটা দেখে জুতো পছন্দ করুন ৷

advertisement

রাতের সাজটা অবশ্য একটু আলাদা হলেই ভালো ৷ রাতে যদি ওয়েস্টার্ন পরেন তাহলে প্ল্যাটফর্ম হিল পরতে পারেন ৷ এইদিন অনেকেরই ডিস্কো বা পার্টিতে যাওয়ার প্ল্যান থাকে ৷ তাই সাধারণত শর্ট স্কার্ট বা ড্রেস পরেন ৷ স্টিলেটো পরতে পারেন ৷ অ্যাঙ্কেল স্ট্রেপ হিল বা অ্যাঙ্কেল বুটিস বা ফ্রেঞ্চ হিল পরতে পারেন ৷  হিল বিভিন্ন ধরনের পাওয়া যায় যেমন কোন হিল, কিটেন হিল, প্রিজম হিল, স্পুল হিল ৷ আপনার কী ধরনের বা কী কাটের জামা পরছেন সেই অনুযায়ী হিল পরুন ৷

advertisement

সপ্তমী- এদিন আবার অনেকেই একটু ট্র্যাডিশনাল পরতে ভালো বাসেন ৷ এদিনটা সাধারণত সালোয়ার কামিজ পরে থাকেন অনেকে ৷ ধোতি সালোয়ার এবার পুজোই ইন ৷ তাই সকালবেলা ধোতি সালোয়ার ট্রাই করতে পারেন ৷ ধোতি সালোয়ার পরলে হাই হিল পরার চেষ্টা করুন ৷ কিন্তু আপনি যদি পাটিয়ালা পরেন তাহলে পায়ে থাকুক কোলাপুরি ৷ হারেম সালোয়ারের সঙ্গে পেন্সিল হিল ভালো লাগবে ৷ যদি আপনি আফগানি সালোয়ার পরেন তাহলে ফ্ল্যাট চটি সব থেকে ভালো লাগবে ৷

রাতে সিগারেট প্যান্ট বা প্যারালাল সালোয়ার পরতে পারেন ৷ এবং তার সঙ্গে পরুন প্রিজম হিল ৷

অষ্টমী- অষ্টমী মানেই অঞ্জলি ৷ আর বাঙালি মেয়েদের এদিন সাজ বলতে শাড়ি ৷ শাড়ি পরলে একটু হিল না পরলে ভালো লাগে না ৷

নবমী- এদিন ডিজাইনার সালোয়ার বা লেহেঙ্গা শাড়ির সঙ্গে ওয়েজ স্যান্ডেল  বা কর্ক হাই হিল পরতে পারেন ৷

দশমী- পুজোর শেষ দিন জেগিংস বা লেগিংস পরলে ফ্যান্টাসি হিল বা চাঙ্কি হিল পরতে পারেন ৷ তবে রাতে যদি ভাসানে যান তাহলে ফ্ল্যাট পরে যাওয়ায় উচিত ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে যেহেতু পুজোতে অনেক ঘোরাঘুরির প্ল্যান থাকে তাই নতুন জুতোগুলো সম্ভব হলে পুজোর কয়েকদিন আগে দু’একবার পরে নিন ৷ তাহলে পুজোর সময় ফোস্কার হাত থেকে নিজেকে বাঁচাতে পারেন ৷ যদি তা না হয়ে থাকে তাহলে পায়ে লিপ বাম লাগিয়ে বাইরে যান ৷ এতে ফোস্কা পরার সম্ভাবনা কমে যায় ৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোতে পরবেন কোন জুতো ? পড়ে নিন...