পুজোর এই পাঁচদিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে সকলে ৷ তাই পাঁচটি দিনের সাজ হতে হবে একদম আলাদা ৷ নিত্যদিনের সাজ থেকে আলাদা করে নিজস্ব স্টাইল স্টেটমেন্টে সেট করে পুজোর দিনগুলিতে চমকে দিন সকলকে ৷
পঞ্চমী- পঞ্চমীতে সাধারণত বেসরকারি সংস্থাগুলি খোলা থাকে ৷ তাই যাদের এদিন অফিস থাকবে তারা সাধারণত কুর্তি বা জিন্স পরে যাবেন ৷ এদিনের সাজটাও থাকবে হাল্কা ৷ যেহেতু বাসে ট্রামে ভিড় ঠেলে অফিস যেতে হবে তাই স্টিলেটো না পরায় ভালো ৷ অফিসের পর হঠাৎ করে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান হয়ে যেতেই পারে ৷ কিন্তু স্টিলেটো পরলে হাঁটতে অসুবিধা হতে পারে ৷ ঠাকুর দেখা মানে প্যান্ডেল ৷ তাই জুতো জোড়া যদি আরামদায়ক না হয় তাহলে পুজোই ঘোরার আনন্দটাই মাটি হয়ে যায় ৷
advertisement
এদিন যদি আপনি ওয়েস্টার্ন পরেন তাহলে আপনি পাম্প শু, ব্যালেরিনা বা স্পুল হিল পরতে পারেন ৷ স্টাইলিশ স্ট্র্যাপ দেওয়া ফ্ল্যাট চটি পরতে পারেন ৷ অন্যদিকে, যারা সালোয়ার কামিজ বা কুর্তি পরবেন তারাও কিন্তু ব্যালেরিনা পরতেন পারেন ৷ এখন বিভিন্ন ধরনের ব্যালেরিনা বাজারে পাওয়া যায় ৷ এবং একই সঙ্গে এটি ফ্যাশনেবলও ৷ ট্র্যাডিশনাল সালোয়ারের সঙ্গে পরতে পারবেন কোলাপুরি জুতো ৷ পোষাকের সঙ্গে রঙ ম্যাচিং করে জুতো পছন্দ করুন ৷ তবে যদি আপনি শাড়ি পরেন তাহলে অল্প হিল দেওয়া জুতো পরতে পারেন ৷
ষষ্ঠী- পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ তাই সকাল থেকেই প্ল্যান শুরু ৷ এদিন সাধারণত বন্ধুবান্ধবের সঙ্গে প্ল্যান থাকে ৷ তাই সকাল থেকেই ঘুরে ঘুরে ঠাকুর দেখার প্ল্যান ৷ গত বছর থেকেই পালাজো ফ্যাশনে ইন ৷ তাই এদিন সকালে পালাজো পরে নজর কাড়তে পারেন আপনি ৷ লং স্কার্টও পরতে পারেন ৷ পালাজো বা লং স্কার্ট, দুটোর সঙ্গে ওয়েজ হিল পরলে ভালো লাগবে ৷ কাপড়ের টুকরোর কারুকার্য থেকে জারদৌসি কাজের ওয়েজ হিল বাজারে পাওয়া যাচ্ছে ৷ আপনার পোষাকের সঙ্গে কোনটা মানাবে সেটা দেখে জুতো পছন্দ করুন ৷
রাতের সাজটা অবশ্য একটু আলাদা হলেই ভালো ৷ রাতে যদি ওয়েস্টার্ন পরেন তাহলে প্ল্যাটফর্ম হিল পরতে পারেন ৷ এইদিন অনেকেরই ডিস্কো বা পার্টিতে যাওয়ার প্ল্যান থাকে ৷ তাই সাধারণত শর্ট স্কার্ট বা ড্রেস পরেন ৷ স্টিলেটো পরতে পারেন ৷ অ্যাঙ্কেল স্ট্রেপ হিল বা অ্যাঙ্কেল বুটিস বা ফ্রেঞ্চ হিল পরতে পারেন ৷ হিল বিভিন্ন ধরনের পাওয়া যায় যেমন কোন হিল, কিটেন হিল, প্রিজম হিল, স্পুল হিল ৷ আপনার কী ধরনের বা কী কাটের জামা পরছেন সেই অনুযায়ী হিল পরুন ৷
সপ্তমী- এদিন আবার অনেকেই একটু ট্র্যাডিশনাল পরতে ভালো বাসেন ৷ এদিনটা সাধারণত সালোয়ার কামিজ পরে থাকেন অনেকে ৷ ধোতি সালোয়ার এবার পুজোই ইন ৷ তাই সকালবেলা ধোতি সালোয়ার ট্রাই করতে পারেন ৷ ধোতি সালোয়ার পরলে হাই হিল পরার চেষ্টা করুন ৷ কিন্তু আপনি যদি পাটিয়ালা পরেন তাহলে পায়ে থাকুক কোলাপুরি ৷ হারেম সালোয়ারের সঙ্গে পেন্সিল হিল ভালো লাগবে ৷ যদি আপনি আফগানি সালোয়ার পরেন তাহলে ফ্ল্যাট চটি সব থেকে ভালো লাগবে ৷
রাতে সিগারেট প্যান্ট বা প্যারালাল সালোয়ার পরতে পারেন ৷ এবং তার সঙ্গে পরুন প্রিজম হিল ৷
অষ্টমী- অষ্টমী মানেই অঞ্জলি ৷ আর বাঙালি মেয়েদের এদিন সাজ বলতে শাড়ি ৷ শাড়ি পরলে একটু হিল না পরলে ভালো লাগে না ৷
নবমী- এদিন ডিজাইনার সালোয়ার বা লেহেঙ্গা শাড়ির সঙ্গে ওয়েজ স্যান্ডেল বা কর্ক হাই হিল পরতে পারেন ৷
দশমী- পুজোর শেষ দিন জেগিংস বা লেগিংস পরলে ফ্যান্টাসি হিল বা চাঙ্কি হিল পরতে পারেন ৷ তবে রাতে যদি ভাসানে যান তাহলে ফ্ল্যাট পরে যাওয়ায় উচিত ৷
তবে যেহেতু পুজোতে অনেক ঘোরাঘুরির প্ল্যান থাকে তাই নতুন জুতোগুলো সম্ভব হলে পুজোর কয়েকদিন আগে দু’একবার পরে নিন ৷ তাহলে পুজোর সময় ফোস্কার হাত থেকে নিজেকে বাঁচাতে পারেন ৷ যদি তা না হয়ে থাকে তাহলে পায়ে লিপ বাম লাগিয়ে বাইরে যান ৷ এতে ফোস্কা পরার সম্ভাবনা কমে যায় ৷