বাড়ির বাথরুম পরিষ্কার তো?
যৌন সঙ্গমের পর হাত-মুখ ধুতে বা স্নানের জন্য সঙ্গী বাথরুমে যেতেই পারেন। অপরিচ্ছন্নতার কারণে যাতে তাঁকে অসুবিধায় না পড়তে হয়, সে বিষয়ে সতর্ক থাকেন পুরুষরা।
পকেটে কন্ডোম আছে তো?
প্রথম বার যৌন উত্তেজনার সময়ে শরীরের উপর নিয়ন্ত্রণ থাকে না। তাই সাবধান থাকতে কন্ডোম সঙ্গে রাখেন পুরুষরা। কিন্তু ঘনিষ্ঠ হওয়ার সময়ে সেটি কোথায় আছে, আদৌ সঙ্গে আছে কি না, এই সব প্রশ্ন জাগে তাঁদের মনে ।
advertisement
আরও পড়ুন: ডিটক্সে তেঁতো পানীয় নয়, পান্তা-দই ভাত-খিচুড়ি শরীরের বিষ দূর করবে! জানুন
আরও পড়ুন: বয়স বাড়ছে, গ্ল্যামারও বাড়ছে! শ্বেতার কী রূপ...
সঙ্গীর শরীরের দিকে বিশেষ নজর
প্রথম বার যৌন সঙ্গমের সময় সঙ্গীকে খুব কাছ থেকে দেখে নেওয়ার সুযোগ মেলে। তখনই ভালবাসার মানুষের শরীরকে ভাল করে চিনে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। সঙ্গীর শরীরে কোথাও জন্মের দাগ, উল্কি বা আঘাতের চিহ্ন আছে কি না, সুযোগ পেলে সবই খতিয়ে দেখে নেন তাঁরা।
সঙ্গীর প্রত্যাশা পূরণ হল কি না
সঙ্গীর সঙ্গে প্রথম বার আদরের মুহূর্তটা কেমন হবে, সব পুরুষই কম বেশি তা নিয়ে মনে মনে ছবি এঁকে রাখেন। সেই ছবির সঙ্গে বাস্তবের চিত্রটা আদৌ মিলল কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে তাঁরা সদাই ওয়াকিবহাল।
(এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)