TRENDING:

পুজোয় সালোয়ারের সঙ্গে খোঁপা করবেন নাকি পনিটেল! দেখে নিন কোন হেয়ারস্টাইল মানাবে ভাল

Last Updated:

চুল সাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে সালোয়ারের সঙ্গে ভাল মানায় এমন কিছু চুলের স্টাইল নিয়ে আলোচনা করা হল। লুক একধাক্কায় বেড়ে যাবে অনেকখানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুজোর কেনাকাটা তো সারা। কোন দিন কী পোশাক পরা হবে তাও ঠিক। কিন্তু পোশাকের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল কী হবে সেটা ভাবা হয়েছে? যেমন পোশাক সেই অনুযায়ী হেয়ারস্টাইল না করলে কিন্তু পুরো সাজটাই মাটি।
advertisement

পুজোয় শাড়ি তো মাস্ট। কিন্তু চারদিন-ই তো আর পরা যায় না। তাই জমিয়ে সালোয়ার স্যুটও কেনা হয়েছে নিশ্চয়। কিন্তু সালোয়ারের সঙ্গে চুলের কোন স্টাইলটা সবচেয়ে ভাল যায় সেই নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। চুল সাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে সালোয়ারের সঙ্গে ভাল মানায় এমন কিছু চুলের স্টাইল নিয়ে আলোচনা করা হল। লুক একধাক্কায় বেড়ে যাবে অনেকখানি।

advertisement

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে অনলাইন নাম তোলার সময় ভাগ সংসদের, জেলা ও কলকাতার নিয়ম জানুন

চুলে খোঁপা: এই হেয়ারস্টাইলে শারারা স্যুটে দুর্দান্ত মানায়। মাত্র ৫ মিনিটেই করা যায়। এ জন্য লাগবে চিরুনি, চুলের পিন, চুলের স্প্রে আর চুলের ফিতে। প্রথমে চুল আঁচড়ে নিতে হবে। জট থাকলে ছাড়িয়ে নেওয়াই ভাল। এবার সব চুল নিয়ে নিচের দিকে বান করতে হবে। চারপাশে চুল বেরিয়ে থাকলে ঠিক করে নিতে হবে পিন দিয়ে। খোঁপায় এথনিক লুক দিতে চাইলে ফুলের মালা জড়িয়ে নেওয়া যায়। সবার শেষে চুলে ভাল করে স্প্রে করে দিতে হবে যাতে সেট হয়ে যায়।

advertisement

পনিটেলে বাজিমাত: সালোয়ার স্যুটে জমকালো লুক চাইলে পনিটেল আদর্শ। এতে একটা ওয়েস্টার্ন লুক আসে। এজন্য দরকার চুলের গার্ডার এবং চিরুনি। প্রথমে কপালের কাছ থেকে সব চুল টেনে আঁচড়ে মাথার পিছন দিকে নিয়ে গিয়ে উঁচু করে বেঁধে নিতে হবে। ব্যস, পনিটেল তৈরি।

আরও পড়ুন: পতঞ্জলির সামগ্রী ব্যবহার করতে ভালোবাসেন? জানুন কোনগুলি সবচেয়ে জনপ্রিয়

advertisement

খোলা চুল: খোলা চুলের সৌন্দর্যই আলাদা। বিশেষ খাটুনির কিছু নেই। সব মুখের মহিলাদেরই ভাল দেখায়। এ জন্য লাগবে চিরুনি আর স্ট্রেটনার। প্রথমে ভাল করে চুল আঁচড়ে নিয়ে স্ট্রেটনার দিয়ে সোজা করে নিতে হবে। তারপর পিঠ জুড়ে ছড়িয়ে দিলেই হল।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ব্রেড বান হেয়ারস্টাইল: এই হেয়ারস্টাইল দেখতে খুব সুন্দর। খোঁপায় টুইস্ট দিতে চাইলে ব্রেড বান হেয়ারস্টাইল করতেই হবে। এ জন্য লাগবে চিরুনি, চুলের পিন এবং চুলের ফিতে। প্রথমে চুলে সাইড পার্টিটিং করতে হবে। এরপর একপাশ থেকে চুল নিয়ে করতে হবে বিনুনি। এবার সেটা পিছনে নিয়ে বাকি চুলেও একটা বিনুনি বানিয়ে ফেলতে হবে। এবার ব্যান্ডের সাহায্যে বেঁধে দুটো বিনুনি পেঁচিয়ে খোঁপা করতে হবে। চুল বেরিয়ে থাকলে সেট করে দিতে হবে পিনের সাহায্যে। ব্যস, ব্রেড বান তৈরি।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোয় সালোয়ারের সঙ্গে খোঁপা করবেন নাকি পনিটেল! দেখে নিন কোন হেয়ারস্টাইল মানাবে ভাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল