TRENDING:

আপনার হস্তরেখা কী বলছে ? জেনে নিন

Last Updated:

জ্যোতিষশাস্ত্র বা পামিস্টে কেউ বিশ্বাসী হোক বা না হোক, হাত দেখিয়ে নিজের ভাগ্য জানতে সবারই ভাল লাগে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাতের রেখা বিশ্লেষণ করে ভাগ্য বলে দেওয়ার বিষয় অনেকরই আগ্রহ রয়েছে ৷ আর আগ্রহ থাকাটাও স্বাভাবিক ৷ কারণ কেউ হাত দেখতে পারে জানলেই সবাই নিজের হাত বাড়িয়ে দেয় তাঁর দিকে ৷ তাই জ্যোতিষশাস্ত্র বা পামিস্টে কেউ বিশ্বাসী হোক বা না হোক, হাত দেখিয়ে নিজের ভাগ্য জানতে সবারই ভাল লাগে ৷ তাই আপনার হাতের রেখা গুলি আসলে কী বলে, তার মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে এই প্রতিবেদনটি পড়লে ৷ আয়ুকাল সম্পর্কেও একটা ধারণা জন্মানো সম্ভব ৷
advertisement

১। যদি কারও আয়ুরেখা আবছা হয়, তবে তার মধ্যে সব সময়ে একটা ভয় কাজ করে, উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটে। স্নায়বিক দুর্বলতা থাকে।

২। যদি কারও আয়ুরেখা খুব স্পষ্ট হয় তবে তিনি শান্ত মনের হন। শরীর ভাল থাকে, জীবনও সুখের হয়।

৩। যদি কারও আয়ুরেখা সোজা না হয়ে ধনুকের মত বাঁকানো হয়, তবে তার মধ্যে অফুরন্ত জীবনশক্তি থাকে।

advertisement

৪। যদি কারও আয়ুরেখা সোজা হয়, তবে সে খুব বিচক্ষণ হয়।

৫। কারও হাতে যদি দু’টি জীবনরেখা থাকে তবে তারা দীর্ঘায়ু হন।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

৬। জীবনরেখা তালু থেকে কব্জিতে নামার মাঝে ভেঙে গেলে তাদের আয়ু নিয়ে দুশ্চিন্তা থাকে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আপনার হস্তরেখা কী বলছে ? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল