TRENDING:

অপারেশন করে মেদ কমানোর কথা ভাবছেন? সাবধান !

Last Updated:

ডায়েট বদলেছেন ৷ এক্সারসাইজ করেছেন ৷ প্রাণায়ামও করা শেষ ৷ তবুও কিছুতেই কমাতে পারছেন না দেহের অতিরিক্ত মেদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ডায়েট বদলেছেন ৷ এক্সারসাইজ করেছেন ৷ প্রাণায়ামও করা শেষ ৷ তবুও কিছুতেই কমাতে পারছেন না দেহের অতিরিক্ত মেদ ৷ হঠাৎই ভাবলেন জলদি রোগা হওয়ার জন্য অপারেশন করবেন ৷ এমনকী, অপারেশনের সিদ্ধান্ত যখন আপনি নিয়েই ফেলেছেন, খোঁজ খবরও শুরু করেছেন ৷ বলি কি একটু ধৈর্য ধরুন ৷ সমীক্ষা কিন্তু বলছে, অপারেশন করে মেদ কমানোর চেষ্টা করলে, মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি !
advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি গবেষণা অনুযায়ী, মেদ কমানোর অপারেশন জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয় ৷ কারণ, এই অপারেশনে অনেক সময় দেহের বডি মাস ইনডেক্স (BMI) কমতে শুরু করে ৷ যা কিনা দেহের পক্ষে মোটেই সুখের নয় ৷ দুম করে বডি মাস ইনডেক্স করলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ৷ হৃদযন্ত্রেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল হয় ৷ দেহের মধ্যে রক্তসঞ্চালনেও বাধা পড়ে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এই গবেষণা থেকে জানা গিয়েছে, অপারেশনে সাফল্য মিললেও, ভবিষ্যতে রোগীর ব্লাড সুগার হওয়ার সম্ভাবনাও থাকে ৷ শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই ক্যানসার হওয়ার সম্ভাবনাও থাকে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অপারেশন করে মেদ কমানোর কথা ভাবছেন? সাবধান !