TRENDING:

অপারেশন করে মেদ কমানোর কথা ভাবছেন? সাবধান !

Last Updated:

ডায়েট বদলেছেন ৷ এক্সারসাইজ করেছেন ৷ প্রাণায়ামও করা শেষ ৷ তবুও কিছুতেই কমাতে পারছেন না দেহের অতিরিক্ত মেদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ডায়েট বদলেছেন ৷ এক্সারসাইজ করেছেন ৷ প্রাণায়ামও করা শেষ ৷ তবুও কিছুতেই কমাতে পারছেন না দেহের অতিরিক্ত মেদ ৷ হঠাৎই ভাবলেন জলদি রোগা হওয়ার জন্য অপারেশন করবেন ৷ এমনকী, অপারেশনের সিদ্ধান্ত যখন আপনি নিয়েই ফেলেছেন, খোঁজ খবরও শুরু করেছেন ৷ বলি কি একটু ধৈর্য ধরুন ৷ সমীক্ষা কিন্তু বলছে, অপারেশন করে মেদ কমানোর চেষ্টা করলে, মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি !
advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি গবেষণা অনুযায়ী, মেদ কমানোর অপারেশন জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয় ৷ কারণ, এই অপারেশনে অনেক সময় দেহের বডি মাস ইনডেক্স (BMI) কমতে শুরু করে ৷ যা কিনা দেহের পক্ষে মোটেই সুখের নয় ৷ দুম করে বডি মাস ইনডেক্স করলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ৷ হৃদযন্ত্রেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল হয় ৷ দেহের মধ্যে রক্তসঞ্চালনেও বাধা পড়ে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এই গবেষণা থেকে জানা গিয়েছে, অপারেশনে সাফল্য মিললেও, ভবিষ্যতে রোগীর ব্লাড সুগার হওয়ার সম্ভাবনাও থাকে ৷ শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই ক্যানসার হওয়ার সম্ভাবনাও থাকে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অপারেশন করে মেদ কমানোর কথা ভাবছেন? সাবধান !