TRENDING:

Men Grooming Tips: উজ্জ্বল চেহারা চোখ টানবেই! বিয়ের এই মরশুমে ছেলেদের গ্রুমিংয়ে এই ফাঁক রাখলে চলবে না!

Last Updated:

Men Grooming Tips: এই বিয়ের মরশুমে অল্প সময়েই পুরুষরা কীভাবে উজ্জ্বল চেহারা পেতে পারেন জেনে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ থেকে দশ বছর আগেও পুরুষদের সাজগোজের কথা অনেকেই বাঁকা চোখে দেখতেন। সাবান ছাড়া নিজেদের গ্রুমিং-এর জন্যে অন্য কিছু ব্যবহারে ছেলেদেরও খুব একটা রাজি করা যেত না। কিন্তু সময় বদলেছে, সঙ্গে পরিবর্তন হয়েছে মানুষের চিন্তা-ভাবনারও। ২০২২ সালে পুরুষরা রূপচর্যায় রীতিমতো রুটিন মেনে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। সেই তালিকায় বডি স্প্রে থেকে শুরু করে বিয়ার্ড ওয়াশ, ফেস ওয়াশ, বিয়ার্ড রোল অন এবং বডি বাটার প্রোডাক্ট কী বা নেই! তাই নিজেদের সুন্দর করে তুলতে পুরুষরা যে আর পিছিয়ে নেই তা বলাই বাহুল্য! এমনকী সোশ্যাল মিডিয়ায় কিছু কনটেন্ট ক্রিয়েটরও রয়েছে যাঁরা অনুপ্রেরণা জোগাতে পুরুষদের গ্রুমিং ভিডিও তৈরি করেন। তবে পুরুষদের গ্রুমিংয়ের ক্ষেত্রে মহিলাদের থেকে আলাদা প্রোডাক্ট ব্যবহার করা উচিত। এই বিয়ের মরশুমে অল্প সময়েই পুরুষরা কীভাবে উজ্জ্বল চেহারা পেতে পারেন জেনে নেওয়া যাক।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

ভাল করে স্নান

কোনও প্রসাধনী স্নান করার চেয়ে বেশি সতেজতা দিতে পারে না। ভাল করে স্নান করে দিন শুরু করলে মনও বেশ চনমনে থাকে। পিউরিফাইং বিড দেওয়া শাওয়ার জেল ত্বক হাইড্রেটেড রাখে এবং ত্বক পরিষ্কার রাখে। পুরুষালি গন্ধের শাওয়ার জেল ব্যবহার তাই গ্রুমিং রুটিনের সবচেয়ে ভাল উপায়। সাবানের পরিবর্তে শাওয়ার জেল ব্যবহার করার কারণ এই যে এটি চটজলদি সতেজতা দেয় এবং ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব বজায় রাখে। পিএইচ ব্যালেন্সড যুক্ত শাওয়ার জেলে চারকোল থাকলে দীর্ঘক্ষণ সুগন্ধ বজায় থাকে।

advertisement

ক্লিনজার ব্যবহার

রূপচর্যা কিংবা গ্রুমিং রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপ হল ক্লিনজার ব্যবজার। সেক্ষেত্রে ভিটামিন সি যুক্ত ফেসওয়াশ ব্যবহার করলে ত্বক স্বাস্থ্যকর থাকে। ফেসওয়াশ মুখ থেকে নোংরা এবং অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। পাশাপাশি তৈলাক্তভাব নিয়ন্ত্রণ করতে এবং ত্বকের অমসৃণতা দূর করতে সাহায্য করে। এক্ষেত্রে পুরুষদের ত্বকের জন্য নির্দিষ্ট ফেস ওয়াশ ব্যবহার করা জরুরি।

advertisement

আরও পড়ুন: শরীরে জ্বালা, চুলকানি? ভিটামিন বি-র ঘাটতিজনিত পেরেশথেসিয়ার প্রভাব নয় তো?

ময়েশ্চারাইজার মাস্ট

অনেকেই শাওয়ার জেল এবং ক্লিনজার ব্যবহার করলেও ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলে যান। সেক্ষেত্রে চটচটে নয়, ত্বকে দ্রুত শুষে যায় এমন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। আসলে ময়েশ্চারাইজার শুধু ত্বককে হাউড্রেটই করে না, সঙ্গে কালো দাগ-ছোপও দূর করে। যে কোনও ধরনের ত্বক স্বাস্থ্যকর ও সুন্দর করে তুলতে ময়েশ্চারাইজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

advertisement

ডিও রোল অন-এ সতেজতা

মানুষের ঘাম হওয়া স্বাভাবিক হলেও শারীরিক দুগন্ধ অবশ্যই ঠিক করা উচিত। সেক্ষেত্রে দীর্ঘক্ষণ সতেজতা থাকে এমন ডিও রোল অন ব্যবহার করা ভাল। পুরুষালি গন্ধ যুক্ত একটি অ্যান্টি-পার্সপিরেন্ট ফর্মুলা শারীরিক দুর্গন্ধ রোধ করবে। তাই রোল অন ব্যবহার করে নিজেকে সতেজ রাখা দরকার।

আরও পড়ুন: খুব সাবধান! শীতে বাড়তে পারে স্ট্রোকের সম্ভাবনা! কীভাবে ভাল থাকবেন, জানুন

advertisement

লিপ বাম ভুললে চলবে না

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চেহারা ঝকঝকে, কিন্তু ঠোঁট ফাটা- দেখতে কি ভাল লাগে? তাই শিয়া বাটার এবং প্যানথেনল যুক্ত লিপ বাম ব্যবহার করা উচিত যা দীর্ঘক্ষণ ঠোঁটকে শুষ্ক হওয়া থেকে বাঁচায়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Men Grooming Tips: উজ্জ্বল চেহারা চোখ টানবেই! বিয়ের এই মরশুমে ছেলেদের গ্রুমিংয়ে এই ফাঁক রাখলে চলবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল