ধুম জ্বর। সর্দি-কাশি। সঙ্গে শ্বাসকষ্ট, পেটের সমস্যা। ১৫ দিন ধরে পার্ক সার্কাসের সাড়ে ৩ বছরের শিশু ভরতি ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থে।
পাশের বেডেই ভাইরাল ফিভারে ছটফট করছে বন্ডেলগেটের ৪ বছরের ছোট্ট মেয়ে।
শুধু হাসপাতাল নয়। ঘরে ঘরে বাড়ছে রোগ। চিকিৎসকেরা বলছেন, বেখেয়ালি আবহাওয়ায় বাড়ছে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের সমস্যা। পারদের ওঠানামার প্রভাব পড়ছে শরীরে। তাপমাত্রার হঠাৎ হঠাৎ বদলের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে পারছে না শরীর। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও প্রবীণরা। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
advertisement
সুস্থ থাকায় উপায়
- শ্বাসকষ্টে হলে সময়মত ইনহেলার নিতে হবে
-ইনহেলার ডোজ মিস করা যাবে না
- গরম লাগলেও আইসক্রিম বা ঠান্ডা জল খাওয়া উচিত নয়
--বাইরের মশলাদার খাবার এড়িয়ে চলা উচিত
চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে সতর্ক থাকুন। আর জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিন।