নেহাতই বিনোদনের উদ্দেশ্যে তৈরি এইসব ভিডিও এখন কাঁপায় সোশ্যাল মিডিয়া ৷ তবে এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে বিশ্বাস করতেও অসুবিধা হচ্ছে ৷
ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে ৷ আর সমুদ্রের যে প্রান্তটি দেখা যাচ্ছে সেখানে বিশালকৃতির ফণা তোলা সাপ রয়েছে ৷ সেই সাপ আবার ফোঁসফোঁসও করছে ৷ অন্যদিকে এই ফোঁসফোঁসানির সঙ্গে যুক্ত রয়েছে সমু্দ্রের ঢেউ ৷ সেই সমুদ্রের ঢেউ পাড়ে আছড়ে পড়ছে ৷ আর সকলে ভয় পেয়ে পরিমরি করে সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছে ৷
advertisement
আরও পড়ুন - #USvsIRAN : টার্গেট মার্কিন দূতাবাস, বাগদাদের গ্রিন জোনে হামলা
Tiktok -র এই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ, শেয়ার ও লাইকের সংখ্যা ৷ মিস্টার বিক্কেরাজ নামের একটি টিকটক হ্যান্ডেল থেকে ভিডিও ভাইরাল হয়ে রয়েছে ৷ এই মুহূর্তে ভিডিওটির লাইকের সংখ্যা প্রায় ১৪ লক্ষ ৷
দেখে নিন সাপের ভিডিও, Viral Tiktok ভিডিও
@mrbikkeerajbhai log sach mein hai
আরও দেখুন