TRENDING:

#Viral: নতুন বউয়ের সিঁথিতে সিঁদুর দান, তারপরে যা হল, দেখুন Tiktok ভিডিও

Last Updated:

সিঁদুর দান মানুষের জীবনে বড় পর্ব , তারপর যা হল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  বিয়ে সমস্ত মানুষের জীবনের একটি বড় অধ্যায় ৷ প্রায় প্রতিটা মানুষই এই পর্যায়ের মধ্যে দিয়ে এগিয়ে যান ৷ অনেক ক্ষেত্রেই এটিকে জীবনের দ্বিতীয় ইনিংস বলা হয় ৷ সিঙ্গল লাইফ থেকে যৌথ জীবন - নারী-পুরুষ উভয়ের জীবনেই একটা বড় পরিবর্তন আসে ৷ হিন্দু, মুসলিম, খ্রীষ্টান, শিখ প্রতিটি ধর্মাবলম্বীরই নিজের নিজের বিয়ের রীতি আছে ৷ রেজিস্ট্রি বিয়ে মানে যে আইনি বিয়ে সম্পন্ন হওয়া,তেমনিই বহু মানুষ এইভাবে ধর্মীয় রীতি না মেনে বিয়ে না হওয়া অবধি বিয়ে হয়েছে বলেই মনে করে না ৷
advertisement

হিন্দু মতে বিয়েতে সিঁদুর দান পর্ব একটা বড় অধ্যায় ৷ বর নিজের নব বিবাহিত স্ত্রী-র মাথায় যখন সিঁদুর পরিয়ে দেন তখনই মনে করা হয় বিবাহ পূর্ণতা পায় ৷ প্রথমবার স্বামী যে সিঁদুর পরিয়ে দেন তারপর স্বামী বেঁচে থাকা পর্যন্ত  পুরো জীবন মেয়েটি সেই সিঁদুর পরে থাকেন ৷ এর সঙ্গে স্বামীর মঙ্গল-অমঙ্গল ও তাঁর এই সবই নাকি যুক্ত থাকে ৷ তাই এই সিঁদুর দান পর্ব নিয়ে বেশি কথা হয় ৷

advertisement

আরও পড়ুন - Potty সিটে বসেই ভারি গলায় জোর বকা দু‘বছরের খুদের, কেঁদে ফেললেন বাবা, দেখুন Viral Video

হিন্দুদেরও বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন রকম পদ্ধতিতে সিঁদুর পরিয়ে দেন ৷ বেশিরভাগ ক্ষেত্রেই সিঁদুর পরানোর সময় নতুন বরকে না দেখে নববধূর সিঁথিতে সিঁদুর পরাতে হয় ৷ এরকমই সিঁদুর দানের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে ৷ সেই Viral Tiktok ভিডিওতে দেখা যাচ্ছে , নতুন বর তাঁর নববধূর দিকে না তাকিয়েই সীমন্ত রাঙিয়ে দিচ্ছেন সিঁদুরে ৷ মাথায় রয়েছে লজ্জাবস্ত্র ৷ দেখে নিন সেই ভিডিওটি ৷

advertisement

@debjitdssss

♬ original sound - princess mariyam

এই ভিডিওটির পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছে ‘তেরি ভিগি ভিগি সি’- গানটি ৷ তবে সবচেয়ে অদ্ভুত যেটা সেটা হল মেয়েটির মাথায় যখন সিঁদুর দেওয়া হচ্ছে তখন মেয়েটির চোখ বন্ধ কেউ একজন আত্মীয়া অথবা বন্ধু মেয়েটির মুখ উঁচু করে ধরে রেখেছে ৷ এই অবস্থায় থাকার পর যখন ঠাকুরমশায় বলছেন যে এবার সিঁদুরদান পর্ব শেষ হয়েছে, তখন মেয়েটি নতুন বউয়ের মাথা ধরে নামিয়ে দেয়, এই সময় মেয়েটি চোখ খোলেনা ৷ আর মাথাটাও যেভাবে নেমে যায় তখন মনে হয় মেয়েটি সংজ্ঞহীণ ৷ কোথাও আবার এও হতে জীবনের এত বড় মোড় পরিবর্তনে অভিভূত মেয়েটি ৷ যাই হোক হৃদয় ছুঁয়ে যাওয়া এই Tiktok Video এখন ভাইরাল ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral: নতুন বউয়ের সিঁথিতে সিঁদুর দান, তারপরে যা হল, দেখুন Tiktok ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল