আরও পড়ুন : ব্লেডের এই নকশার আসল রহস্য জানেন? নেপথ্যের কারণ শুনলে চমকে যাবেন!
ভাইরাল হওয়া ভিডিওটিতে চরম আশ্চর্যের বিষয় হল, এখানে কনে তার বিদায়ে কাঁদছেন না। বরং তাঁর সঙ্গে হাঁটতে থাকা বরই ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দেন। এটা দেখে সেখানে উপস্থিত লোকজন ভাবলেন বর আবার কেন কাঁদছেন? কিন্তু এখানেই রয়েছে এক জোরদার ট্যুইস্ট। ভিডিওর শুরুতে দেখা যাবে বর কাঁদছেন আর তার সঙ্গে উপস্থিত কনে হাসতে শুরু করে! কিন্তু কয়েক সেকেন্ড পর ভিডিওটি দেখলেই বোঝা যাবে বর কান্নার ভান করছিলেন।
advertisement
ভিডিওতে একদিকে কনে যখন হাসছেন, অন্যদিকে বর কান্নাকাটি করতে থাকেন। বার বার মুছতে দেখা যায় চোখ। বর-কনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে লক্ষণীয় বিষয় হল যে বিদায়ের সময় কনেকে কোথাও কিছুমাত্র বিষণ্ণ দেখা যাচ্ছে না।
আরও পড়ুন : ৪ জনের মধ্যে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান বলুন তো? উত্তর থেকেই বোঝা যাবে আপনি কেমন!
divyvermamakeupartist নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা এটিকে লাইক কমেন্টে ভাসিয়ে দিয়েছেন। এই ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা ছিল, 'একটা ধাক্কা লেগেছিল, সারাজীবনের জন্য'। আরও অনেক ব্যবহারকারী এই ভিডিওতে তাদের মতামত দিয়েছেন।