TRENDING:

Viral: পিঠে বস্তাভর্তি কয়েন! শতছিন্ন মলিন পোশাক পরনে ‘ভিক্ষাজীবী’ দোকানে গেলেন আইফোন ১৫ কিনতে! তার পর...

Last Updated:

Viral: কোনও কোনও দোকান তো তাঁকে ঢুকতেই দিল না৷ আবার কোনও দোকান ঢুকতে দিলেও তাঁর কাছ থেকে কয়েন নিতে নারাজ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতে বিত্তবান জীবনযাপনের অন্যতম প্রতীক আইফোন৷ ধরেই নেওয়া হয় দরিদ্র মানুষ এই বৃত্তের বাইরে৷ সম্প্রতি এক ইনস্টাগ্রাম চ্যানেল সেই ধারণার মূলে কুঠারাঘাত করেছে৷ সেই চ্যানেলে পরীক্ষামূলক একটি ভিডিও করা হয়৷ দেখতে চাওয়া হয়, যদি ভিক্ষাজীবীবেশী কেউ আইফোন কিনতে দোকানে যান, তাহলে তাঁর সঙ্গে কেমন ব্যবহার করা হবে৷
সমাজমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিওটি
সমাজমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিওটি
advertisement

ভিডিওতে দেখা যায় রাজস্থানের যোধপুর শহরে সাধারণ ভিক্ষাজীবীর বেশে এক যুবক মোবাইলের শোরুমগুলিতে যাচ্ছেন৷ তাঁর সঙ্গে রয়েছে বস্তাভর্তি মুদ্রা বা কয়েন৷ কিনতে চান আইফোন১৫৷ কোনও কোনও দোকান তো তাঁকে ঢুকতেই দিল না৷ আবার কোনও দোকান ঢুকতে দিলেও তাঁর কাছ থেকে কয়েন নিতে নারাজ!

অবশেষে একটি দোকান রাজি হয়৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই যুবক দোকানের মেঝের উপর উপুড় করে দিলেন কয়েনের বস্তা৷ বিক্রেতা একটি একটি করে সব কয়েন গুনে রেখে দেন৷ ক্রেতাও তাঁর কাঙ্ক্ষিত আইফোন প্রো ম্যাক্স সংগ্রহ করে ভাল ভাবে দেখেশুনে নেন৷ আইফোন হাতে নিয়ে ছবিও তোলেন৷ ছবি তোলেন দোকানদারেরও৷ তিনি তো বিস্ময়ে হতবাক৷

advertisement

সমাজমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিওটি৷ ৩৪ মিলিয়নের বেশি ভিউজের পাশাপাশি এসেছে অসংখ্য লাইক ও কমেন্ট৷ অনেকেরই এই পরীক্ষা নিরীক্ষা ভাল লেগেছে৷ আবার অনেকে দোকানদারের একগাল মাছি অবস্থা দেখে নিজেরাও হাসছেন৷

তবে অধিকাংশ নেটিজেনরাই একমত, এই ভিডিও পরিকল্পনামাফিক করানো৷ তাঁদের মতে, ভিক্ষাজীবী এরকম আচরণ করবেন না৷ তবে পোশাক পরিচ্ছদ বা উপস্থিতি দেখে যে ক্রেতাকে বিচার করা উচিত নয় সে বিষয়েও সহমত নেটিজেনরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

প্রসঙ্গত গত ২২ সেপ্টেম্বর ভারতের বাজারে আইফোন এসেছে৷ দিল্লি, মুম্বই-সহ একাধিক শহরে আই ফোন ১৫ লঞ্চ হওয়ার আগেই শোরুমে ভিড় জমেছে উৎসাহীদের৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: পিঠে বস্তাভর্তি কয়েন! শতছিন্ন মলিন পোশাক পরনে ‘ভিক্ষাজীবী’ দোকানে গেলেন আইফোন ১৫ কিনতে! তার পর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল