TRENDING:

Viral Video : বাড়িতে অসুস্থ মা, পাকদণ্ডিতে কমলালেবু বিক্রি করতে বসা বিশেষভাবে সক্ষম তরুণের করুণ আর্তিতে ভিজল নেটিজেন-হৃদয়

Last Updated:

Viral Video : বাড়িতে মা অসুস্থ ৷ তাই বিশেষ ভাবে সক্ষম এই যুবক বসেছেন কমলালেবু বিক্রি করতে৷ (specially abled man selling oranges)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাকদণ্ডির ধারে সরলবর্গীয় গাছের কোলে বসে আছেন অনু (specially abled man selling oranges) ৷ তাঁর সামনে প্যাকেটে রাখা কমলালেবু ৷ বাড়িতে মা অসুস্থ ৷ তাই বিশেষ ভাবে সক্ষম এই যুবক বসেছেন কমলালেবু বিক্রি করতে৷ সেই পথেই গাড়ি নিয়ে যাচ্ছিলেন ইউটিউবার টেড কুনচোক (Ted Kunchok) ৷ তাঁর সঙ্গে অনুর কথাবার্তা (viral video) আর্দ্র করেছে নেটিজেনদের হৃদয় ও চোখ, দুই-ই ৷
advertisement

প্রথমে টেড বলেন তিনি এক প্যাকেট কমলালেবু কিনবেন ৷ অনু জানান, এক প্যাকেটের দাম ১০০ টাকা ৷ পরে অনুর মায়ের অসুস্থতার কথা শুনে মত বদলান টেড ৷ জানান তিনি ১০ প্যাকেট কমলালেবুই কিনে নেবেন ৷ দাম হিসেবে ১ হাজার টাকা অনুর সোয়েটারের পকেটে নিজেই যত্ন করে রেখে দেন টেড ৷ তবে নেওয়ার সময় ব্যাকপ্যাকে ঢুকিয়ে নেন ৯ প্যাকেট কমলালেবু ৷ বাকি ১ প্যাকটে তিনি অনুকে দিয়ে দেন বাড়িতে গিয়ে মাকে দেওয়ার জন্য ৷ অনুর নিষ্পাপ অভিব্যক্তি ছুঁয়ে যায় টেডকে ৷

advertisement

আরও পড়ুন- রাঁধার আগে ডাল ভিজিয়ে রাখেন না? জানেন কতটা ক্ষতি করছেন স্বাস্থ্যের?

কোন শৈলশহরে ভিডিওটি করা হয়েছে, জানা যায়নি ৷ তবে টেড এবং অনু কথা বলেছেন হিন্দিতেই ৷ তাঁর মায়ের কী হয়েছে, অনুর কাছে জানতে চেয়েছিলেন টেড ৷ উত্তরে অনু হাত দিয়ে নিজের কপাল স্পর্শ করেন ৷ অনুর বাড়ি কোথায়, সেও জানতে চান টেড ৷ উত্তরে অনু হাত তুলে দেখান বাড়ির পথ ৷

advertisement

আরও পড়ুন- উকুনের জ্বালায় অতিষ্ঠ? মুক্তি সহজ এই ঘরোয়া টোটকাগুলিতে

পাশের এক বন্ধ দোকান থেকে কাঠের তক্তা নিয়ে পাকদণ্ডিতে পেতে কমলালেবু বিক্রি করতে বসেছিলেন অনু ৷ সব লেবু নিয়ে নেওয়ার পর সেই তক্তা নিজেই রেখে দেন টেড ৷ টের পান, কী অসম্ভব ভারী সেটা! অনুকে বিস্মিত টেড জিজ্ঞাসা করেন, কীভাবে এত ভারী জিনিস তিনি বহন করেন! উত্তরে অনুর মুখে সারল্যমাখা হাসি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাঁকে বাড়ি অবধি পৌঁছিয়েও দিতে চেয়েছিলেন টেড৷ কিন্তু অনু রাজি হননি ৷ সব পশরা বিক্রি হয়ে যাওয়ার পর একাই পা রাখেন পাকদণ্ডি বেয়ে, বাড়ির পথে ৷ রেখে যান অমূল্য অভিজ্ঞতা এবং টেডকে বলা তাঁর অসংখ্য ‘থ্যাঙ্ক ইউ!’

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video : বাড়িতে অসুস্থ মা, পাকদণ্ডিতে কমলালেবু বিক্রি করতে বসা বিশেষভাবে সক্ষম তরুণের করুণ আর্তিতে ভিজল নেটিজেন-হৃদয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল