সম্প্রতি @ScienceGuys_ নামে একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে এক ব্যক্তিকে লবণের ব্যবহার প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। তিনি জানান, খাবার ছাড়াও লবণ ব্যবহার করা সম্ভব। দৈনন্দিন কাজে লবণের ব্যবহার ব্যাখ্যাওকরেছেন। প্রথমেই তিনি বলেন, জামাকাপড়ে যদি দাগ লেগে যায়, তাহলে তার উপর লবণ দিয়ে দিতে হবে। এবার জামাকাপড়ের দাগ যাতে লবণ শুষে নেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর জামাকাপড় পরিষ্কার করে নিতে হবে। এতে সেই দাগ নিজে থেকেই দূর হবে।
advertisement
এখানেই শেষ নয়, এরপর ওই ব্যক্তি বলেন, নোংরা-এঁটো বাসন মাজতেও লবণ অত্যন্ত কার্যকর। এরপর যখন পুরোপুরি বাসন পরিষ্কার হয়ে যাবে, তখন তা রীতিমতো চকচক করবে। এরপর একটি বোতলে লবণ ভরে তিনি রেখে দিয়েছিলেন। কিছু সময়ের জন্য তা রেখে দিয়েছিলেন ওই ব্যক্তি। এবার সেটা জল দিয়ে পরিষ্কার করা হলে দেখা যায়, তা পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে।
আর শুধু তা-ই নয়, বোতলের ভিতরের গন্ধও দূর হয়। একইভাবে রান্নাঘরের বেসিন এবং শৌচাগারের নলের কাছে লবণ রেখে দিতে দেখা যায় ওই ব্যক্তিকে। এতে শৌচাগারের বন্ধ হয়ে যাওয়া নল খুলে যায়। সব শেষে ওই ব্যক্তি কমোডে লবণ ফেলে এক রাত রেখে দিয়েছিলেন। জল দেননি। এরপর সকালে তা ধুয়ে দেওয়ার পরে শৌচাগারের গন্ধ এবং ব্যাকটেরিয়া দূর হয়ে যায়। আর শৌচাগারও থাকে পরিষ্কার।
এই ভিডিওটি দেখেছেন প্রচুর মানুষ। ভিউ চল্লিশ হাজার পার করেছে। অনেকে নানা রকম মন্তব্যও করেছেন। একজন বলেন যে, “মানুষ লবণ ব্যবহার করে নিজেদের মুখও পরিষ্কার করতে পারেন।” অন্য একজন বলেন যে, “এটা একটা বেশ তথ্যপূর্ণ ভিডিও।” তবে আর এক নেটিজেনরা বলেন যে, “বাথরুমে সেপটিক ট্যাঙ্ক থাকলে তা একেবারেই ব্যবহার করা উচিত নয়।”
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)