মূলত মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খানের উপর চিত্রিত এই গানের প্রতিটি স্টেপ কপি করেছেন ড্যান্সিং দাদি। আর মনের আনন্দে নেচে মুগ্ধ করেছেন নেটিজেনদের। রবি বালার এই সাবলীল পারফরম্যান্স আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
দুই বিনুনি দুলিয়ে, কোমর নাচিয়ে যে ভাবে হাসিমুখে নেচে চলেছেন এই দাদি-মা তা প্রশংসার দাবি রাখে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ আর ঘরোয়া সাজে আদুরে, মিষ্টি দাদিকে সামনে দেখলে কিং খানও কী মুগ্ধ না হয়ে পারতেন?
অনলাইনে শেয়ার করার পর থেকে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় দাদির ডান্সিং ভিডিও। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ৫৪,০০০ হাজার লাইক-সহ এক মিলিয়ন ভিউ পেয়েছে ভিডিওটি। কমেন্ট সেকশনেও তার নৃত্যশৈলী এবং দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। নেটিজেনদের অনেকেই লিখেছেন, "বাহ। এই বয়সে এতো পাওয়ারফুল ডান্স!" একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন এই বৃদ্ধার শক্তি এবং আত্মবিশ্বাস এমন লোকদের জন্য অনুপ্রেরণা যোগাবে যারা নতুন কিছু করতে চায় কিন্তু সেগুলি চেষ্টা করতে ভয় পায়। পিছিয়ে যায়।"