আরও পড়ুন : ছাদনাতলায় হাউ হাউ করে কাঁদছেন বর! কারণ শুনলে চমকে যাবেন! নেটপাড়া কাঁপাল ভাইরাল ভিডিও
সম্প্রতি এমনই একটি ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন কনে গাড়ির বনেটে চড়ে তার বিয়ের দিন বরের বাড়িতে পৌঁছেছে। এর পরে, তিনি নিজেই রাস্তা থেকে এমন কাজ করেন, যা দেখে আপনিও মুগ্ধ হবেন। ভিডিওতে দেখা যায়, কনে গাড়ির বনেটে বসেই বরকে দারুণ মজাদারভাবে বিয়ের প্রশ্ন করে বসেন। ভাইরাল এই ভিডিওতে মনের কথা সাফ জানানোর কনের এই অভিনব স্টাইলই জয় করে নিয়েছে নেটিজেনদের মন।
advertisement
আরও পড়ুন : ব্লেডের এই নকশার আসল রহস্য জানেন? নেপথ্যের কারণ শুনলে চমকে যাবেন!
ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের দিন কনে সরাসরি পৌঁছে যায় বরের বাড়িতে। এর পরে, সে বাড়ির বাইরে থেকে চিৎকার করে তার মনের কথা জানায়। গাড়ির বনেটে চড়ে বরের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন কনে। সে গাড়ির বনেটে বসেই বরের বাড়িতে পৌঁছয়। তারপর বরের বাড়ির নিচে পৌঁছন মাত্রই বর বারান্দায় দাঁড়ায়। দেখুন সেই ভিডিও।
এরপর কনে তার বরকে দেখে একইভাবে চিৎকার করে বলে, ‘তোমাকে বিয়ে করতেই হতো।’ জবাবে বর অবাক হয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ? তাই কনে আবার বলে, সম্মতিসূচক 'হ্যাঁ নাকি প্রশ্ন সূচক 'হ্যাঁ'। এই সময় কনেকে খুব উত্তেজিত দেখায়। ভিডিওটি witty_wedding নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যার ক্যাপশনে লেখা ছিল, 'বস কনে তার বরকে ডিডিএলজে স্টাইলে প্রপোজ করছে।'