প্রায় ১১ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চুক্তিভিত্তিক অধ্যাপক ছিলেন তিনি। আইনশাস্ত্রে পিএইচডি-র পাশাপাশি তিনি পঞ্জাবি ভাষা, সাংবাদিকতা এবং পলিটিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর করেছেন। যেটা সবথেকে বিস্ময়কর, সেটা হল সবজি বিক্রির পাশাপাশি তিনি এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
বেতন কমে যাওয়া এবং অনিয়মিত বেতনের জন্য চাকরি ছেড়ে দেন তিনি। বলেন, ‘‘১১ বছর আমি পাটিয়ালায় পঞ্জাবি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করেছি। কিন্তু সরকারে আমাকে পছন্দ হয়নি। ’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমি এখনও অধ্যাপক হিসেবে কাজ করতে চাই। কিন্তু পরিস্থিতির চাপে সেটা সম্ভব হচ্ছে না।’’ তিনি এখন বি লিব পড়ছেন। জানিয়েছেন জীবনভর পড়াশোনা করে যেতে চান।
advertisement
প্রাক্তন অধ্যাপকের স্বীকারোক্তি, তিনি অধ্যাপক হিসেবে যা উপার্জন করতেন, তার থেকে বেশি রোজগার করছেন সবজি বিক্রেতা হিসেবে। জানিয়েছেন, দিনভর পরিশ্রমের পর বাড়িতে গিয়ে পরবর্তী পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা করেন।
আরও পড়ুন : ‘বিষাক্ত’ ভেবে খান না? অবহেলিত এই শাকই কোলেস্টেরলের যম! সুস্থ থাকতে খেতেই হবে
রোজ ঠেলাগাড়িতে রাস্তায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন তিনি। তাঁর ঠেলাগাড়িতে একটি বোর্ডে লেখা থাকে ‘পিএইচডি সবজিওয়ালা’। অধ্যাপকের চাকরি ছাড়লেও পড়ানোর প্রতি ভালবাসা তিনি ভুলতে পারেননি। সবজি বিক্রির কাজ করছেন কারণ টাকা জমিয়ে তিনি নিজের টিউশন সেন্টার শুরু করতে চান একদিন।