TRENDING:

Viral Puzzle: ছবির ছেলেটির নাম কী বলুন তো? ৯৯ % শতাংশ মানুষ উত্তর খুঁজে ডাহা ফেল! এবার আপনার পালা

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন রেখে দাবি করা হয়েছে মাত্র ১ শতাংশ মানুষ এর সঠিক উত্তর দিতে পেরেছেন। অনেকেই ছবিটি বার বার দেখেও উত্তরের কুল কিনারা করতে পারেননি। কেউ লড়াই করে হাল ছেড়েছেন তো কেউ আবার বন্ধুদের জিজ্ঞেস করেছেন। তবে যাঁরা সহজেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তাঁরা নিঃসন্দেহে দারুণ বুদ্ধিমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাইরাল ধাঁধা: বিশেষজ্ঞরা বলেন আপনি যখন বুদ্ধি দিয়ে কঠিন ধাঁধার সমাধান চটপট করে ফেলবেন তখনই আরও বেশি স্মার্ট হয়ে উঠবেন। শিশুদের বুদ্ধিদীপ্ত করে তুলতেও নানা জটিল ধাঁধার সমাধান করতে পরামর্শ দেওয়া হয়। বলা হয়, এর ফলে মানুষের বুদ্ধি খোলে। আসলে মস্তিষ্কের কাজ যেমন বুদ্ধিমত্তা বাড়ায় তেমনই মাথা খাটিয়ে সঠিক উত্তর খোঁজার মধ্যে একটা মজাও আছে। এমনই একটি খুবই অন্যরকম ছবি এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবির ছেলেটির নাম কী বলুন তো?
ছবির ছেলেটির নাম কী বলুন তো?
advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে একটি বালকের ছবি আর তার পাশে কিছু সাংকেতিক চিহ্ন। যার মধ্যে রয়েছে ইংরেজির R বর্ণ ও একটি আগুনের ইমোজি। এই দুইয়ের মাঝে একটি যোগ চিহ্ন।

আরও পড়ুন: জলে ভাসছে পাথর...! কী ভাবে সম্ভব? তামিলনাড়ুর দুই মন্দিরে 'অলৌকিক' পাথর দেখতে পর্যটকদের ভিড়

advertisement

এবার আপনার কাজ হল ছবি দেখেই মাথা খাটিয়ে বলে ফেলতে হবে ছেলেটির নাম কী। অনেক চালাক চতুর মানুষ ইতিমধ্যেই ফেল করেছেন সঠিক উত্তরটি খুঁজে বার করতে। এবার কিন্তু আপনার উত্তরে বোঝা যাবে আপনি কতটা স্মার্ট।

কিন্তু আপনিও যদি উত্তর খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়ে থাকেন তাহলে কুছ পরোয়া নেই। এই প্রতিবেদনেই আপনার জন্য রয়েছে উত্তর। আসুন আপনাকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া যাক আসল সঠিক উত্তরটি কী।

advertisement

আরও পড়ুন: উইন্ডো এসি কিনবেন, না স্প্লিট এসি...? বিদ্যুৎ খরচ কম কোনটিতে? ঘর বেশি ঠান্ডা করবে কোনটি? জেনে নিন যাবতীয়

আগে আরও একবার ভাল করে দেখুন ছবিটি। ছেলেটিকে পাশে রয়েছে ইংরেজি আর R লেটার যার পাশে রয়েছে আগুন যার অর্থ এখানে HEAT ধরা হয়েছে। অতএব দুই চিহ্ন মিলিয়ে দাঁড়ায় R + Heat = Rohit। অর্থাৎ ছেলেটির নাম রোহিত।

advertisement

সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন রেখে দাবি করা হয়েছে মাত্র ১ শতাংশ মানুষ এর সঠিক উত্তর দিতে পেরেছেন। অনেকেই ছবিটি বার বার দেখেও উত্তরের কুল কিনারা করতে পারেননি। কেউ লড়াই করে হাল ছেড়েছেন তো কেউ আবার বন্ধুদের জিজ্ঞেস করেছেন। তবে যাঁরা সহজেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তাঁরা নিঃসন্দেহে দারুণ বুদ্ধিমান। এককথায় যাকে বলে জিনিয়াস।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Puzzle: ছবির ছেলেটির নাম কী বলুন তো? ৯৯ % শতাংশ মানুষ উত্তর খুঁজে ডাহা ফেল! এবার আপনার পালা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল