সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে একটি বালকের ছবি আর তার পাশে কিছু সাংকেতিক চিহ্ন। যার মধ্যে রয়েছে ইংরেজির R বর্ণ ও একটি আগুনের ইমোজি। এই দুইয়ের মাঝে একটি যোগ চিহ্ন।
আরও পড়ুন: জলে ভাসছে পাথর...! কী ভাবে সম্ভব? তামিলনাড়ুর দুই মন্দিরে 'অলৌকিক' পাথর দেখতে পর্যটকদের ভিড়
advertisement
এবার আপনার কাজ হল ছবি দেখেই মাথা খাটিয়ে বলে ফেলতে হবে ছেলেটির নাম কী। অনেক চালাক চতুর মানুষ ইতিমধ্যেই ফেল করেছেন সঠিক উত্তরটি খুঁজে বার করতে। এবার কিন্তু আপনার উত্তরে বোঝা যাবে আপনি কতটা স্মার্ট।
কিন্তু আপনিও যদি উত্তর খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়ে থাকেন তাহলে কুছ পরোয়া নেই। এই প্রতিবেদনেই আপনার জন্য রয়েছে উত্তর। আসুন আপনাকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া যাক আসল সঠিক উত্তরটি কী।
আগে আরও একবার ভাল করে দেখুন ছবিটি। ছেলেটিকে পাশে রয়েছে ইংরেজি আর R লেটার যার পাশে রয়েছে আগুন যার অর্থ এখানে HEAT ধরা হয়েছে। অতএব দুই চিহ্ন মিলিয়ে দাঁড়ায় R + Heat = Rohit। অর্থাৎ ছেলেটির নাম রোহিত।
সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন রেখে দাবি করা হয়েছে মাত্র ১ শতাংশ মানুষ এর সঠিক উত্তর দিতে পেরেছেন। অনেকেই ছবিটি বার বার দেখেও উত্তরের কুল কিনারা করতে পারেননি। কেউ লড়াই করে হাল ছেড়েছেন তো কেউ আবার বন্ধুদের জিজ্ঞেস করেছেন। তবে যাঁরা সহজেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তাঁরা নিঃসন্দেহে দারুণ বুদ্ধিমান। এককথায় যাকে বলে জিনিয়াস।