সম্প্রতি তেমনই এক ভাইরাল ভিডিও মন জয় করে নিয়েছে মানুষের। আমেরিকার এক মডেল যা কাণ্ড করলেন, তা দেখে হেসে খুন নেটিজেনরা। ওই মডেলের নাম জানা যায়নি। ভিডিওতে দেখা গিয়েছে সুন্দরী মডেল কালো বিকিনি ও মাথায় টুপি পরে একটি গাছের ডালে বসে আছেন। সেই গাছ থেকে তিনি ঝাঁপ দেবেন জলে। গাছের ঠিক নিচেই রয়েছে একটি জলাশয়। সেখানেই লাফ দেবেন মডেল। এবং তোলা হবে ছবি ভিডিও।
advertisement
এই পর্যন্ত সব ঠিকই ছিল। দিব্যি গাছে উঠে বসলেন মডেল। কিন্তু ঝাঁপ দিতে গিয়েই সব গোলমাল হয়ে গেল। মডেলের কালো অর্ন্তবাস আটকে গেল গাছে। অর্ন্তবাসে আটকে গাছে ঝুলে রইলেন মডেল। এর পর মডেলিং ভুলে ওই মডেলকে দেখা গেল নাজেহাল দশায়। তিনি ব্যস্ত হয়ে গেলেন গাছের ডাল থেকে নিজের অর্ন্তবাস ছাড়াতে। এই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ফটোগ্রাফার। তবে মডেলকে ঝুলন্ত অবস্থায় দেখেও তিনি এগিয়ে আসেননি সাহায্য করতে। এই মজার ভিডিওটি শেয়ার হতেই বহু মানুষ দেখে ফেলেন। অনেকেই শেয়ার করেছেন ভিডিওটি। ঝড়ের বেগে ভাইরাল হয় ভিডিও। ফেসবুক থেকে ট্যুইটার সব জায়গায় শেয়ার করা হয় এই মজার ভিডিওটি। এমনকি প্রচুর মিমও বানানো হয় এই ভিডিও নিয়ে।