সাবস্ক্রিপশন প্যাকেজ:
আজকাল গিফটের ধরন আগের চেয়ে পাল্টেছে। সেই কথা মাথায় রেখে ওয়ালেট, জামা কাপড় বা বইয়ের বাইরেও অনেক কিছু দেওয়া যায়। যার মধ্যে সাবস্ক্রিপশন প্যাকেজ অন্যতম। এক্ষেত্রে যাকে এই প্যাকেজ দেওয়া হচ্ছে তার যেমন পয়সা বাঁচে তেমনই তার কাজেও লাগতে পারে। প্রিয়জনের পছন্দ অনুযায়ী, জিমের সাবস্ক্রিপশন, ভিডিও গেমের সাবস্ক্রিপশন বা OTT-র সাবস্ক্রিপশন দেওয়া যেতে পারে।
advertisement
আরও পড়ুন: গুলমার্গে খুলল বরফে ঢাকা পৃথিবীর বৃহত্তম ইগলু ক্যাফে, চোখ ধাঁধানো অন্দরসজ্জা দেখুন ছবিতে...
কিন্ডল:
আজকাল ডিজিটাল সবকিছু, অনলাইনেই গোটা জগৎ, তাই কারও যদি বই পড়ার সময় না থাকে কিন্তু বই পড়তে ভালোবাসে তাকে কিন্ডল দেওয়া যেতে পারে।
অ্যাপল এয়ারপডস প্রো:
যদি প্রিয়জন ভালোবাসে মিউজিক এবং নিজের বেশ কিছুটা সময় গান শুনে কাটায় তা হলে তাকে দেওয়ার জন্য অন্যতম ভালো অপশন অ্যাপল এয়ারপডস প্রো। এটি গান শোনার পাশাপাশি অন্যান্য কাজেও লাগবে।
আরও পড়ুন: শিশুসন্তানকে চশমামুক্ত রাখতে মেনে চলুন এই সহজ টিপসগুলি
গ্রুমিং কিট:
বিভিন্ন গ্রুমিং কিট পাওয়া যায় অনলাইন বিভিন্ন জায়গায়। সেখান থেকে ভালো প্যাকেজিং-সহ গ্রুমিং কিট দেওয়া যেতে পারে।
গিফট ভাউচার:
যদি মনের মতো কোনও গিফট খুঁজে না পাওয়া যায় বা হাতে গিফট কেনার একদম সময় না থাকে, সেক্ষেত্রে অন্যতম ভালো অপশন হল গিফট ভাউচার। গিফট ভাউচারের সুবিধা হল, নিজের পছন্দ মতো গিফট কাউকে চাপিয়ে না দিয়ে তার পছন্দ মতো গিফট কেনার সুযোগ করে দেওয়া। ভাউচার দিয়ে নিজের পছন্দ মতো গিফট কেনা যায়, ফলে এই অপশন আজকাল অনেকেই বেছে নেয়।