TRENDING:

Valentines Day 2020 : সমপ্রেম কি প্রেম নয়? সমকাম কি শুধুই ‘বিষফল’ !

Last Updated:

নিয়মের বাইরে রয়েছে আরও অনেক কিছু ৷ যা ধীরে হলেও স্পষ্ট হয়ে উঠছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আয়ুষ্মান খুরানার আগামী ছবি ‘শুভ মঙ্গল সাবধান’ নিয়ে বলিউডে এখন শোরগোল ৷ সমপ্রেম বা সমকাম প্রেমের গল্পই বলবে আয়ুষ্মানের এই ছবি ৷ সিনেপর্দায় এই প্রথম নয়, এর আগে বহু ছবিতেই সমপ্রেমের গল্প বলা হয়েছে ৷ তবুও ভারতের রক্ষণশীল সমাজ সমপ্রেমকে এখনও অভিশাপ বলেই মেনে চলেন ৷ অন্যদিকে, সংবিধানের ৩৭৭ ধারা রদ হয়েছে, সমপ্রেম এখন একেবারেই বৈধ ৷ কিছুটা হলেও যেন সমকামী মানুষেরা লড়াই জেতার আশা দেখছেন ৷ তবে শুধুই কাগজে-কলমে এই বৈধতা হলেই সব শেষ? মানুষের মগজে, সমাজের অন্তরে কখনও কি জায়গা করতে পারবে এই সমপ্রেম?
advertisement

সাধারণত, ধরা হয় একটি মেয়ে ও একটি ছেলের মধ্যে প্রেমই স্বাভাবিক ৷ এটাই চলে আসা নিয়ম ৷ কিন্তু এই নিয়মের বাইরে রয়েছে আরও অনেক কিছু ৷ যা ধীরে হলেও স্পষ্ট হয়ে উঠছে ৷ সেগুলো কী?

Bisexual/biromantic- যারা পুরুষ ও মহিলা নির্বিশেষে আকর্ষণ বোধ করে ৷

Pansexual/Panromantic- যারা যেকোনও জেন্ডারের মানুষের দ্বারা আকৃষ্ট হয় ৷

advertisement

Asexual/Aeomantic-- যাদের কাছে প্রেমের অর্থ কাম নয় ৷

Sexually/Romantically-- যাদের যৌনাসক্তি সময়ের সঙ্গে বদলে যায়৷

Queer- সংখ্যালঘু সমস্ত জেন্ডারের এক ছাতার তলার জন্য এই শব্দ ব্যবহার করা হয় ৷

অন্যরকম জন্ম?

সমকামীরা একেবারেই অন্যরকম নয় ৷ কারণ, এটা কোনও ধরনের রোগ নয় ৷ বরং খুবই স্বাভাবিক একটি বিষয় ৷ কিন্তু আমাদের দেশে এ বিষয়টি একেবারেই একটা ট্যাবু ৷ আর সেই কারণেই সমকাম নিয়ে নানারকম ভ্রান্ত ধারণা রয়েছে ৷

advertisement

‘বয়ঃসন্ধির সময় থেকেই আমি ছেলেদের প্রতি আকর্ষণ অনুভব করতাম না ৷ তবে কাউকে এটা বলতে পারিনি ৷ পড়াশুনোর জন্য যখন আমি হস্টেলে থাকতে শুরু করলাম, তখন আমার রুমমেটের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে পড়ি ৷ এখন আমরা একসঙ্গেই থাকি ৷ কিন্তু রুমমেট হিসেবে ৷ আমরা দম্পতি নই ৷’-- সঙ্গীতা, আর্টিস্ট, রাঁচী

advertisement

কুছ তো লোগ কহেঙ্গে

মেইনস্ট্রিম বলিউড বরাবরই সমকামকে রসিকতার সঙ্গে দর্শকদের সামনে নিয়ে এসেছে ৷ তা কাল হো না হো হোক বা দোস্তানা ৷ তবে হিন্দি অন্য ধারার ছবি চেষ্টা করেছে এই বিষয়কে অন্যরমকভাবে ডিল করতে ৷ আর তাই তো সমকামকে অনেকটাই সমাজ কি বলবে-র মধ্যে ট্যাগ হতে হয় ....

advertisement

‘আমার যখন ১৭ বছর বয়স তখনই বুঝে গিয়েছিলাম আমি সমকামী ৷ আমি আমার নিকট বন্ধুদের কাছে ওপেন ৷ কিন্তু আমার পরিবার জানে না আমার ব্যাপারে ৷ এদেশে সমকাম নিয়ে এখনও ভ্রান্ত ধারণা রয়েছে ৷ তাই আমি অন্যদেশে যেতে চাই ৷ যেখানে সমকাম নিষিদ্ধ নয় সমাজের কাছে ...’ -- ইব্রাহিম, ছাত্র, দিল্লি

কীভাবে আমি বুঝব আমি সমকামী?

আমি সমকামী কিনা তা বোঝার কোনও সঠিক নিয়ম বা অঙ্ক নেই ৷ সাধারণ বয়ঃসন্ধিতেই কোনও কিশোর বা কিশোরি বুঝতে পারে, তার সেক্সুয়াল কমফোর্ট জোন কোনটা ৷ আর সেভাবেই রিয়্যাক্ট করে সে ৷ তবে অনেক সময়ই সমাজের চাপে আমরা নিজস্বতাকে লুকিয়ে রাখি এবং সমাজে চলে আসা নিয়মকেই মেনে চলতে শুরু করি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সবশেষে বলা যায়...প্যার তো প্যার হ্যায়...আর প্যার কিয়া তো ডরনা কিয়া...

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines Day 2020 : সমপ্রেম কি প্রেম নয়? সমকাম কি শুধুই ‘বিষফল’ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল