সাধারণত, ধরা হয় একটি মেয়ে ও একটি ছেলের মধ্যে প্রেমই স্বাভাবিক ৷ এটাই চলে আসা নিয়ম ৷ কিন্তু এই নিয়মের বাইরে রয়েছে আরও অনেক কিছু ৷ যা ধীরে হলেও স্পষ্ট হয়ে উঠছে ৷ সেগুলো কী?
Bisexual/biromantic- যারা পুরুষ ও মহিলা নির্বিশেষে আকর্ষণ বোধ করে ৷
Pansexual/Panromantic- যারা যেকোনও জেন্ডারের মানুষের দ্বারা আকৃষ্ট হয় ৷
advertisement
Asexual/Aeomantic-- যাদের কাছে প্রেমের অর্থ কাম নয় ৷
Sexually/Romantically-- যাদের যৌনাসক্তি সময়ের সঙ্গে বদলে যায়৷
Queer- সংখ্যালঘু সমস্ত জেন্ডারের এক ছাতার তলার জন্য এই শব্দ ব্যবহার করা হয় ৷
অন্যরকম জন্ম?
সমকামীরা একেবারেই অন্যরকম নয় ৷ কারণ, এটা কোনও ধরনের রোগ নয় ৷ বরং খুবই স্বাভাবিক একটি বিষয় ৷ কিন্তু আমাদের দেশে এ বিষয়টি একেবারেই একটা ট্যাবু ৷ আর সেই কারণেই সমকাম নিয়ে নানারকম ভ্রান্ত ধারণা রয়েছে ৷
‘বয়ঃসন্ধির সময় থেকেই আমি ছেলেদের প্রতি আকর্ষণ অনুভব করতাম না ৷ তবে কাউকে এটা বলতে পারিনি ৷ পড়াশুনোর জন্য যখন আমি হস্টেলে থাকতে শুরু করলাম, তখন আমার রুমমেটের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে পড়ি ৷ এখন আমরা একসঙ্গেই থাকি ৷ কিন্তু রুমমেট হিসেবে ৷ আমরা দম্পতি নই ৷’-- সঙ্গীতা, আর্টিস্ট, রাঁচী
কুছ তো লোগ কহেঙ্গে
মেইনস্ট্রিম বলিউড বরাবরই সমকামকে রসিকতার সঙ্গে দর্শকদের সামনে নিয়ে এসেছে ৷ তা কাল হো না হো হোক বা দোস্তানা ৷ তবে হিন্দি অন্য ধারার ছবি চেষ্টা করেছে এই বিষয়কে অন্যরমকভাবে ডিল করতে ৷ আর তাই তো সমকামকে অনেকটাই সমাজ কি বলবে-র মধ্যে ট্যাগ হতে হয় ....
‘আমার যখন ১৭ বছর বয়স তখনই বুঝে গিয়েছিলাম আমি সমকামী ৷ আমি আমার নিকট বন্ধুদের কাছে ওপেন ৷ কিন্তু আমার পরিবার জানে না আমার ব্যাপারে ৷ এদেশে সমকাম নিয়ে এখনও ভ্রান্ত ধারণা রয়েছে ৷ তাই আমি অন্যদেশে যেতে চাই ৷ যেখানে সমকাম নিষিদ্ধ নয় সমাজের কাছে ...’ -- ইব্রাহিম, ছাত্র, দিল্লি
কীভাবে আমি বুঝব আমি সমকামী?
আমি সমকামী কিনা তা বোঝার কোনও সঠিক নিয়ম বা অঙ্ক নেই ৷ সাধারণ বয়ঃসন্ধিতেই কোনও কিশোর বা কিশোরি বুঝতে পারে, তার সেক্সুয়াল কমফোর্ট জোন কোনটা ৷ আর সেভাবেই রিয়্যাক্ট করে সে ৷ তবে অনেক সময়ই সমাজের চাপে আমরা নিজস্বতাকে লুকিয়ে রাখি এবং সমাজে চলে আসা নিয়মকেই মেনে চলতে শুরু করি ৷
সবশেষে বলা যায়...প্যার তো প্যার হ্যায়...আর প্যার কিয়া তো ডরনা কিয়া...