TRENDING:

আপনি কী ভারতীয়? তাহলে স্প্যাম কলের চক্করে আপনিও পড়বেন !

Last Updated:

‘আপনি কী আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান?’ কিংবা গান শুনিয়ে নতুন অ্যাপ ডাউনলোডের আবদার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ‘আপনি কী আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান?’ কিংবা গান শুনিয়ে নতুন অ্যাপ ডাউনলোডের আবদার ৷ অথবা বার বার ফোন বা এসএমএস করে জানান দেওয়া আপনি নাকি বিশাল অঙ্কের পুরস্কার জিতেছেন ! এরকম কল বা এসএমএস আপনার কাজে আসছে রোজ রোজ ৷ কিন্তু জানেন কেন? কারণ আপনি ভারতীয় ! ভাবছেন এ আবার কেমন কথা? ট্রু কলারের সমীক্ষা এমনই বলছে !
advertisement

কোনও অচেনা নাম্বার থেকে ফোন কল আসলেই আমরা সঙ্গে সঙ্গে দেখেনি, ট্রু কলার ৷ মোটামুটি ট্রু কলার ব্যবহার করার মানুষ খুব একটা কম নয়৷ এই ট্রুকলারই এবার সামনে নিয়ে আসল নতুন সমীক্ষা ৷ এই সমীক্ষাতে দেখা গিয়েছে, স্প্যাম কলের যন্ত্রণা সবথেকে বেশি ভোগ করেন এদেশের মানুষই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০টি দেশে সমীক্ষাটি চালানো হয়। সেই সমীক্ষা থেকেই উঠে আসে যে, ভারতের স্মার্টফোন ব্যবহারকারীরাই সবথেকে বেশি স্প্যাম কল রিসিভ করেন। প্রতি মাসে প্রতি ইউজারের কাছে ২২টি করে স্প্যাম কল আসে বলে জানিয়েছে ‘ট্রু-কলার’। ভারতের পরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। এই দু’টি দেশের ব্যবহারকারীদের কাছে মাসে ২০ টি করে স্প্যাম কল আসে। সমীক্ষা অনুযায়ী, ভারতের পরেই এ ব্যাপারে তালিকায় আছেন মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, ব্রাজিল ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আপনি কী ভারতীয়? তাহলে স্প্যাম কলের চক্করে আপনিও পড়বেন !