৬৯ তম বিবাহবার্ষিকীর কিছু দিন আগেই গত ৮ সেপ্টেম্বর ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন টমি স্টিভেন্স৷ তাঁর মৃত্যুর ৯ দিন পর মৃত্যু হয় স্ত্রী ভার্জিনিয়ারও৷ স্টিভেন্স ঘরনিরও বয়স হয়েছিল ৯১ বছর৷ জীবনের শেষ দিনগুলো ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে কাটালেও তাঁদের মুখের হাসি মিলিয়ে যায়নি৷ বৃদ্ধ দম্পতিকে ঘিরে ছিল পরিবারের ভালবাসা ও উষ্ণতাও৷
advertisement
১৯৩১ সালের ২৫ ডিসেম্বর কিংসপোর্টে জন্ম টমি স্টিভেন্সের৷ অন্যদিকে সে বছরই মার্চে জেফারসন শহরে জন্ম ভার্জিনিয়ার৷ পরবর্তীতে ভার্জিনিয়ার পরিবার থাকতে আসেন কিংসপোর্টে৷ সেখানেই হাই স্কুলে শুরু প্রেমপর্ব৷ কৈশোর প্রেম এক দিন পৌঁছয় বিয়ের সম্পর্কে৷ তার পর দীর্ঘ দাম্পত্যে শাশ্বত হয় প্রেম৷
সেনাবাহিনীতে টমির চাকরি উপলক্ষে আমেরিকার বিভিন্ন শহরে থেকেছেন স্টিভেন্স দম্পতি৷ বার্ধক্যে অসুস্থতার কারণে টমিকে রাখা হয় ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে৷ কিছু দিন পর সেখানে আসেন অসুস্থ ভার্জিনিয়াও৷ জীবনের শেষ কিছু বছরও কাটল দোঁহে, পাশাপাশি৷ মৃত্যুও এল কিছু দিনের ব্যবধানেই৷ সখা থেকে স্বামী হওয়া স্টিভেন্স চলে যাওয়ার ৯ দিন পর চিরঘুমের দেশে জায়গা হল স্ত্রী ভার্জিনিয়ারও৷